X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নলছিটি পৌরসভার নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ৩৪ কর্মচারীর অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২২, ২২:১১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ২২:১১

অনিয়ম, স্বেচ্ছাচারিতা, বৈষম্য ও বিধিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে ঝালকাঠির নলছিটি পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন মীরবহরের প্রত্যাহারের দাবি জানিয়েছেন ৩৪ কর্মচারী। বিক্ষুব্ধ কর্মচারীরা তার প্রত্যাহারের দাবি জানিয়ে রবিবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, বরিশাল বিভাগীয় কমিশনার ও ঝালকাঠির জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট নলছিটি পৌরসভায় নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেন পিরোজপুর স্বরূপকাঠি পৌরসভার অতিরিক্ত দায়িত্বে থাকা জাকির হোসেন মীরবহর। যোগদানের পর তিনি পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পৌরসভার কর্মচারী মিজানুর রহমান পান্না ও শাওনকে অকথ্য ভাষায় গালাগাল করেন। তিনি বিভিন্ন সময় বিধিবহির্ভূত কাজ করেন। অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও বৈষম্যের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পৌরসভার অফিস সহায়ক মিজানুর রহমান পান্না বলেন, ‘নির্বাহী কর্মকর্তা যোগদানের পর থেকেই কর্মচারীদের সঙ্গে বাজে ব্যবহার করে আসছেন। তিনি মেয়রের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেছেন। আমার বাবার অবসরকালীন ভাতার বিষয়ে কথা বলতে গেলে তিনি খারাপ আচরণ করেন। শুধু আমি না, তার এমন আচরণের শিকার হয়েছেন পৌরসভার প্রায় সব কর্মচারী। আমাদের ভেতন-ভাতাও বন্ধ রেখেছেন তিনি। আমরা তার বিচার চাই।’

এ বিষয়ে পৌর মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান বলেন, ‘পৌরসভার নির্বাহী কর্মকর্তা যোগদানের প্রথম দিনই আমার সঙ্গে খারাপ আচরণ করেছেন। এমনকি আমাকে কক্ষ ছেড়ে দিতে বলেন। ওই কক্ষে তিনি বসবেন বলেও জানান। পৌরসভার কর্মচারীরা তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। দাবির সঙ্গে আমিও একমত।’

এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন মীরবহর বলেন, ‘আমি কোনও কর্মচারীর সঙ্গে খারাপ আচরণ করিনি। এটা মিথ্যা অভিযোগ।’

 

/আরকে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!