X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বরিশালের সড়কে বিশ্ববিদ্যালয় ছাত্রের গায়েবানা জানাজা

বরিশাল প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২২, ১৬:২৯আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৬:২৯

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় তারা মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। তবে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে অনঢ় রয়েছেন। পাশাপাশি ক্যাম্পাসে গায়েবানা জানাজা, মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে নিহত শিক্ষার্থী ইসমাইল ইমনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপাচার্য ড. অধ্যাপক ছাদেকুল আরেফিন, ট্রেজারার ড. বদরুজ্জামান ভুইয়া, প্রক্টর খোরশেদ আলম, শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল কাইউম, সাধারণ সম্পাদক ড. আব্দুল বাতেন চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। গায়েবানা জানাজা শেষে সড়ক ছেড়ে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

উপাচার্য ড. অধ্যাপক ছাদেকুল আরেফিন বলেন, আমাদের সঙ্গে সাকুরা পরিবহন কর্তৃপক্ষের কথা হয়েছে। তারা আগামীকাল সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে সুষ্ঠু সমাধানের ‍আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, গত ৬ নভেম্বর ফরিদপুরের মাধবপুরে সাকুরা পরিবহনের বেপরোয়া গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চার যাত্রী প্রাণ হারান। আহত হন ১৫ জন। আহতদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ইসমাইল ইমনও ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

ঘটনার প্রতিবাদে ও পাঁচ দফা দাবি বাস্তবায়নে গতকাল রাতে চার ঘণ্টার বেশি সময় সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। 

/টিটি/
সম্পর্কিত
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’