X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

মধ্যরাতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা

ভোলা প্রতিনিধি 
৩০ নভেম্বর ২০২২, ১৭:২৯আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১২:৩০

ভোলার চরফ্যাশন উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বকুলি বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মুজিবনগর ইউনিয়নের শিকদারের চর এলাকায় এই ঘটনা ঘটে।

বকুলি বেগম ওই এলাকার বাচ্চু মেলকারের স্ত্রী। বকুলির বড় বোন মুকুলি বেগমকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে জানা গেছে। 

বকুলির স্বামী বাচ্চু মেলকার ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক জানান, শিকদারের চরে জমিজমা নিয়ে বাচ্চু মেলকার পক্ষের সঙ্গে শাজাহান স্বপন ওরফে শাজাহান সরদার পক্ষের বহু বছর ধরে বিরোধ চলে আসছে। জমি নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিক মামলাও চলছে। ওই মামলায় হাজিরা দিতে গতরাতে বাচ্চু মেলকার ভোলার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে তিনি জানতে পারেন, রাত ১টার দিকে বাগবিতণ্ডার জের ধরে শাজাহানের ভাগনে আসলাম, ছেলে জুয়েল, সোহেল ও আলম মিঠুর নেতৃত্বে তার বসতঘরে হামলা চালানো হয়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘরে থাকা বকুলি ও মুকুলিকে হত্যার চেষ্টা চালায়। হামলায় বকুলি তাৎক্ষণিক মারা যান। আহত মুকুলিকে উদ্ধার করে স্পিডবোটে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। 

তারা আরও জানান, এর আগে বাচ্চু মেলকারের বাবা আব্দুল মান্নান মেলকারের সঙ্গে জমি নিয়ে শাজাহান পক্ষের এই বিরোধ শুরু হয়। তখন ক্ষমতার জেরে শাজাহান পক্ষ আব্দুল মান্নান মেলকার ও তার স্ত্রীর গায়ে এসিড ছুড়ে তাদের শরীর ঝলসে দেন। ক্ষমতার পরিবর্তনে শাজাহান ক্ষমতাসীন দলের সঙ্গে যোগ দিয়ে অত্যাচার-নির্যাতন চালাতে থাকেন। এরই জের ধরে আবার হামলা চালিয়ে বকুলিকে হত্যা করা হয়েছে।

গ্রাম পুলিশ অলি আহমেদ জানান, তিনি শুনেছেন বাচ্চু মেলকার বিরোধীপক্ষের জমিতে খেসারি ডালের বীজ ছিটিয়ে দেওয়ায় শাজাহান সরদারের লোকজন ক্ষিপ্ত হন। তা নিয়েই বাচ্চুর পরিবারের সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডার সূত্রপাত।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত মুকুলি বেগমকে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ভোলা সদর হাসপাতাল ও সর্বশেষ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
পুলিশ হেফাজতে মৃত্যু: ওসি-চিকিৎসকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
সর্বশেষ খবর
হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান চেয়ারম্যানকে হারিয়ে হাকিমপুর উপজেলায় রাজের জয়
হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান চেয়ারম্যানকে হারিয়ে হাকিমপুর উপজেলায় রাজের জয়
পুলিশ হেফাজতে মৃত্যু: ওসি-চিকিৎসকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
পুলিশ হেফাজতে মৃত্যু: ওসি-চিকিৎসকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
ছয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা
ছয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা
কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক গ্রেফতার
কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক গ্রেফতার
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ