X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, ৭ দিন পর সাগরে মিললো লাশ

পটুয়াখালী প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৩, ০৯:২৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ০৯:৩০

পটুয়াখালীতে ধর্ষণের পর হত্যার শিকার সেই স্কুলছাত্রীর (১১) লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাত দিন পর শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

এর আগে ধর্ষণ ও হত্যায় জড়িত আল আমিন (৩৫) নামে এক অটোরিকশাচালককে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৮ জানুয়ারি) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি মামলা করেন। এই মামলায় আল আমিনের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও লাশ গুমের অভিযোগ আনা হয়েছে। পুলিশ আল আমিনকে গ্রেফতার করে সোমবার (৯ জানুয়ারি) দুপুরে গলাচিপা আদালতে পাঠায়। পরে ধর্ষণ ও হত্যার ঘটনার দায় স্বীকার করে গলাচিপা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আল আমিন। 

আরও পড়ুন: স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে নদীতে

পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানান, শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বাড়ির পাশের চর আন্ডা বাজারে যায় পঞ্চম শ্রেণির ওই ছাত্রী। বাড়ি ফেরার পথে অটোরিকশাচালক আল আমিন হাওলাদার মুখ চেপে ধরে রাস্তার পাশের ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় চিৎকার দিলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে লাশ গুম করার জন্য নদীতে ফেলে দেয়। পরদিন সকালে ওড়না ও বাজার থেকে কেনা জিনিসপত্র ধান ক্ষেতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিভিন্ন আলামত এবং আল আমিনের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এ তথ্য। পরে আল-আমিনকে সাথে নিয়ে তার দেখানো স্থানে জাল ফেলে লাশ উদ্ধারে বুড়াগৌরাঙ্গ নদীতে অভিযান চালায় পুলিশ। অনেক খোঁজাখুঁজি করে ওই নদীতে তার লাশ পাওয়া যায়নি।

ঘটনার এক সপ্তাহ পর গতকাল শুক্রবার দুপুরে সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় ওই শিশুর লাশ ভাসতে দেখেন জেলেরা। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  নুরুল ইসলাম মজুমদার জানান, ওই শিশুকে ধর্ষণ ওহত্যার পর লাশ গুম করতে নদীতে ভাসিয়ে দেয় আল আমিন। এ ঘটনার দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে সে। ঘটনার পর থেকে লাশ উদ্ধারের জন্য কাজ করে পুলিশ। অবশেষে সোনারচর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
হাজারীবাগে যুবকের মরদেহ উদ্ধার
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
খাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার লাশ উদ্ধার
সর্বশেষ খবর
এনসিপির কর্মসূচিতে আসেনি কোনও দলের শীর্ষ নেতা
এনসিপির কর্মসূচিতে আসেনি কোনও দলের শীর্ষ নেতা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
আ.লীগের বিচারের আগে কোনও নির্বাচন জনগণ মেনে নেবে না: চরমোনাই পীর
আ.লীগের বিচারের আগে কোনও নির্বাচন জনগণ মেনে নেবে না: চরমোনাই পীর
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান