X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

হলে ঢুকে দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম, গ্রেফতার ৩

বরিশাল প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৩, ০১:৫৩আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ০১:৫৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) হলে ঢুকে দুই ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে জখমের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বিকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের আলীম সালেহী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের রিয়াজ উদ্দিন মোল্লা ও অর্থনীতি বিভাগের শামীম সিকদার। আরও একজনকে আটক করা হলেও তার বিরুদ্ধে অভিযোগ না থাকায় ছেড়ে দেওয়া হয়। এর আগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বন্দর থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন, দুই ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে জখমের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র মহিউদ্দিন আহম্মেদ সিফাত বাদী হয়ে মামলা করেন। মামলায় সাত জন নামধারী ও অজ্ঞাত সাত জনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে গুরুতর জখমের অভিযোগ আনা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার ‍জনকে আটক করা হলেও ‍তিন জনকে গ্রেফতার দেখানো হয়। অন্যজন ঘটনায় সম্পৃক্ত না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে।  
 
ওসি আরও জানান, কেন তারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বাদী সিফাত জানিয়েছেন, গ্রেফতার হওয়া তিন জনের ছাত্রত্ব নেই। তারা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বেরিয়ে গেছে।
 
এর আগে মঙ্গলবার ভোরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের ৪০১৮ নম্বর কক্ষে হেলমেট পরে ঢুকে গণিত বিভাগের ছাত্র সিফাত ও লোকপ্রশাসন বিভাগের জিএম ফাহাদকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। তারা বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

/এএম/
সম্পর্কিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম
আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে অব্যাহতি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক