X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বন থেকে উদ্ধার রাসেল ভাইপারকে পাঠানো হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারে

বরিশাল প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:১৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:১৫

বরিশালের হিজলার উপজেলার লতা বাজার সংলগ্ন বাগান থেকে উদ্ধারকৃত রাসেল ভাইপার সাপটি গবেষণার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভেনম রিসার্চ সেন্টারে পাঠানো হয়েছে। সাপটি সাড়ে ছয় ফুট লম্বা।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার। তিনি বলেন, ‘গত ২৭ জানুয়ারি লতা বাজার সংলগ্ন এলাকার একটি বাগানে সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা মোবাইল করে আমাকে জানায়। বিষয়টি হিজলা ফায়ার সার্ভিস কার্যালয়কে জানানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সাপটি ধরে বস্তাবন্দি করেন।’

ইউএনও আরও বলেন, ‘সাপটি দেখে স্থানীয়রা আঘাত করে এবং ধাওয়া দেয়। এতে সাপটি বেপরোয়া হয়ে ওঠে। পরে হোমিও চিকিৎসক মাধব দাস একটি ওষুধ দেন। ওই ওষুধ সাপটির গায়ে ছিটিয়ে দিলে শান্ত হয়। ফায়ার সার্ভিস এবং বিভিন্ন মাধ্যমে আলাপকালে নিশ্চিত হয়েছি, এটি বিলুপ্তির পথে থাকা রাসেল ভাইপার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভেনাম রিসার্চ সেন্টার সাপ নিয়ে গবেষণা করছে। তাদের জানানো হলে ১ ফেব্রুয়ারি একটি টিম এসে সাপটি নিয়ে যায়। তারাও নিশ্চিত করেছেন, এটি রাসেল ভাইপার সাপ।’

উদ্ধারকাজে অংশ নেওয়া হিজলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সজল কুমার সিংহ বলেন, ‘স্থানীয়দের ধাওয়ায় সাপটি বেপরোয়া ছিল। স্থানীয়রা সাপটিকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছে। হোমিও চিকিৎসকের দেওয়া ওষুধে সাপটি কাবু হয়। প্রথমে সাপটির মুখ আটকে ফেলা হয়। এরপর সাপটিকে বড় একটি বস্তায় ভরে রাখা হয়।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভেনাম রিসার্চ সেন্টারের সহকারী গবেষক রফিকুল ইসলামের বরাত দিয়ে সজল কুমার বলেন, ‘এটি রাসেল ভাইপার সাপ। বাংলাদেশ থেকে বিলুপ্তির পথে। তবে এখনও ভারতে সাপটির দেখা মিলছে। গবেষকদের ধারণা, এটি ভারত থেকে নদীপথে বাংলাদেশে এসেছে। কারণ হিসেবে তারা বলছেন, সাপটি সাত-আট ঘণ্টা পানিতে থাকতে পারে।’

‘গবেষক রফিকুল ইসলাম আমাকে আরও জানিয়েছেন রাসেল ভাইপার সাপটি এদেশে বেড়ে উঠেছে কিনা এবং এদেশের আবহাওয়ায় বেড়ে উঠতে পারে কিনা তা নিয়ে গবেষণা করবেন’ যোগ করেন সজল কুমার।

/এএম/
সম্পর্কিত
কুষ্টিয়ায় সাপে কাটা রোগীদের প্রতিষেধক নেই, ৪ জনের মৃত্যু
দিনাজপুরে শস্যক্ষেত থেকে বিষধর ‘রাসেল ভাইপার’ উদ্ধার
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা