X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

দুই আইনজীবীর মৃত্যুতে পিরোজপুর আদালতে ফুল কোর্ট রেফারেন্স

পিরোজপুর প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৩, ২৩:২৭আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ২৩:২৭

পিরোজপুরের সিনিয়র আইনজীবী মো. শামসুল হক ফকির এবং সিনিয়র আইনজীবী এস এম বেলায়েত হোসেনের মৃত্যুতে ফুল কোর্ট রেফারেন্স পালিত (আদালতের কার্যক্রম বন্ধ রেখে শ্রদ্ধা জ্ঞাপন) হয়েছে। জেলা জজশিপের উদ্যোগে বুধবার (১২ এপ্রিল) সকালে জেলা জজ আদালত কক্ষে জেলা ও দায়রা জজ মোহা. মহিদুজ্জামানের সভাপতিত্বে ফুল কোর্ট রেফারেন্স পালিত হয়।

তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কর্মজীবনের স্মৃতিচারণ করে আলোচনা করেন আইনজীবী সমিতির সভাপতি খান মো. আলাউদ্দিন, সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, সাবেক সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট হরেন্দ্রনাথ অধিকারী, মরহুম শামসুল হক ফকিরের ছেলে এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মো. শফিউল হক মিঠু ও মরহুম আইনজীবী বেলায়েত হোসেনের ছেলে রেজাউল ইসলাম সুমন। 

ফুল কোর্ট রেফারেন্স সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমডি আউয়াল। সভায় দুই আইনজীবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। তাদের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। 

এ সময় বিচারক ও আদালতের আইনজীবীরা উপস্থিত ছিলেন। এদিন রেওয়াজ মোতাবেক আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সমিতির সভাপতি খান মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় দুই আইনজীবীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমডি আউয়াল, অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) সরদার ফারুক আহমেদ, জিপি প্রেমানন্দ হালদার, সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ও সাবেক সভাপতি শহিদুল হক পান্না প্রমুখ। স্মরণ সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

/এএম/
সম্পর্কিত
লঞ্চে দুই তরুণীকে মারধর করা আসামি জিহাদ রিমান্ডে
১৭ ও ২৪ মে নিম্ন আদালত-ট্রাইব‍্যুনাল খোলা
জামিন পাননি সেলিনা হায়াৎ আইভী
সর্বশেষ খবর
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
নরসিংদীতে শিক্ষার্থীকে হত্যার পাঁচ দিনেও গ্রেফতার হয়নি কেউ
নরসিংদীতে শিক্ষার্থীকে হত্যার পাঁচ দিনেও গ্রেফতার হয়নি কেউ
ভারতে প্রবেশের সময় সীমান্ত থেকে আটক ৫৯
ভারতে প্রবেশের সময় সীমান্ত থেকে আটক ৫৯
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
সর্বাধিক পঠিত
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র