X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

এমপি পংকজ নাথের অনুসারীদের সঙ্গে শাম্মীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭

বরিশাল প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৪, ১৯:০০আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৯:০০

নির্বাচন-পরবর্তী সময়ে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথের অনুসারীদের সঙ্গে একই আসনে প্রার্থিতা হারানো শাম্মী আহম্মেদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের সাত জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে বেলা ১১টার দিকে হিজলা উপজেলার রেমিডি মেডিক্যাল সার্ভিসেস ক্লিনিকের সামনে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতরা হলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আম্মান হাওলাদার, যুবলীগ কর্মী মাসুদ সিকদার, মো. আনিচুর রহমান, বরকত সিকদার, আলমগীর হাওলাদার, সোলায়মান হাওলাদার ও সোয়েব হাওলাদার। এর মধ্যে আম্মান, মাসুদ, আনিচুর ও বরকত পংকজ নাথের অনুসারী। আলমগীর, সোলায়মান ও সোয়েব শাম্মী আহম্মেদের সমর্থক।

হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের পক্ষে কাজ করেছি আমরা। আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহম্মেদের প্রার্থিতা বাতিলের পর থেকে তার সমর্থকরা আমাদের ওপর ক্ষুব্ধ ছিলেন। ইতোমধ্যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পংকজ নাথ। এরপর থেকে আমাদের কোণঠাসা করে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন শাম্মীর সমর্থকরা। মঙ্গলবার দুপুরে উপজেলার রেমিডি মেডিক্যাল সার্ভিসেস ক্লিনিকে অন্তঃসত্ত্বা রোগীর অস্ত্রোপচারের জন্য রক্ত দিতে যান যুবলীগ কর্মী মাসুদ সিকদার। রক্ত দিয়ে বের হওয়ার পর শাম্মীর সমর্থক সোলায়মান, আলমগীর ও লোকমানের নেতৃত্বে ছয়-সাত জন যুবক মাসুদের ওপর হামলা চালান। তারা মাসুদকে মারধর করেন। খবর পেয়ে আমার ছেলে আম্মান সেখানে গেলে তার ওপরও হামলা চালানো হয়। হামলা থামাতে গেলে আনিচুর ও বরকতসহ ছয় জনকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করা হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এ ব্যাপারে বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শাম্মী আহম্মেদের অনুসারী হিরন হাওলাদার বলেন, ‘গতকাল সোমবার হিজলা সরকারি কলেজে আমাদের লোকজনকে অপমান করেছেন চেয়ারম্যান এনায়েত হাওলাদারের অনুসারীরা। মঙ্গলবার সকালে রেমিডি মেডিক্যাল সার্ভিসেস ক্লিনিকে গেলে চেয়ারম্যানের ছেলের নেতৃত্বে তাদের অনুসারীরা আমার ভাই এবং কর্মীদের ওপর হামলা চালান। হামলা প্রতিহত করতে গেলে সংঘর্ষ শুরু হয়। এতে আমার দুই ভাই ও ভাতিজা গুরুতর আহত হন।’

হিজলা থানার ওসি জুবাইর আহমেদ বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে সাত জন আহত হয়েছেন বলে শুনেছি। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোনও পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় সূত্র জানায়, বরিশাল-৪ আসনের বর্তমান সংসদ সদস্য পংকজ নাথ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার জায়গায় আওয়ামী লীগে মনোনয়ন দেওয়া হয় দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদকে। কিন্তু দ্বৈত নাগরিকত্ব থাকায় নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলেও আদালত কমিশনের দেওয়া আদেশ বহাল রাখেন। এরপর প্রার্থিতা ফিরে পাওয়াসহ প্রতীক বরাদ্দের নির্দেশনা চেয়ে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন। ২ জানুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখেন চেম্বার আদালত। নির্বাচনের শুরু থেকে দুই পক্ষের লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছে।

/এএম/
সম্পর্কিত
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের ওপর হামলা করে দুই আসামি ছিনতাই
জুলাই অভ্যুত্থানে ছাত্র নিহতের মামলার আসামি মৃত দুই আওয়ামী লীগ নেতা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক