X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

অভিযানে যাওয়া মৎস্য কর্মকর্তাদের ওপর পুলিশের হামলার অভিযোগ

বরিশাল প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৪, ০৯:২৭আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৯:২৭

বরিশালের হিজলার হরিনাথপুরে অবৈধ জাল জব্দে মৎস্য অফিসের অভিযানিক দলের উপর ফাঁড়ি পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে ওই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হরিনাথপুরে পুলিশ ফাঁড়ি এলাকা সংলগ্ন একটি বাড়িতে বিপুল পরিমাণে অবৈধ জাল রয়েছে। ওই জালের সন্ধানে বৃহস্পতিবার বিকালে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে এক বস্তা জাল জব্দ করা হয়। ওই সময় বাড়ির নারীরা জানান ৪/৫ দিন আগে অভিযান চালিয়ে জাল এবং টাকা নিয়ে গেছে ফাঁড়ির ইনচার্জসহ পুলিশ সদস্যরা।

তিনি জানান, সঙ্গে সঙ্গে ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিমকে মোবাইল করা হলে তিনি ঘটনাস্থলে আসেন। তার সামনে নারীরা জাল ও টাকা নেওয়ার বিষয়টি উত্থাপন করেন। একইসঙ্গে নিশ্চিত করেন আব্দুর রহিম ওই জাল ও টাকা নিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে ইনচার্জ রহিম সঙ্গে থাকা জেলেদের গালাগাল করে ওই স্থান ত্যাগ করেন। এরপর থ্রি হুইলারে অবৈধ জাল নিয়ে উপজেলা সদরে যাওয়ার সময় ইনচার্জ রহিম তার পুলিশ সদস্যদের নিয়ে গতিরোধ করেন। এরপর জেলে সাইফুলকে দুই পুলিশ মারধর করেন। এ সময় অপর এক পুলিশ লাঠি নিয়ে আঘাত করতে এলে অভিযানিক দলের সঙ্গে থাকা ইয়াসিন ও হানিফকে আঘাত করে অকথ্য ভাষায় গালাগাল করেন। এরপর ফাঁড়ির ইনচার্জ রহিম তার ব্যবহৃত মোটরসাইকেল থেকে মৎস্য কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেন। এরপর ওই স্থান ত্যাগ করেন। বিষয়টি মৎস্য কর্মকর্তা হিজলা থানার ওসিকে জানিয়েছেন।

হামলার বিষয়টি অস্বীকার করে ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বিকালে কল করলে অভিযান স্থলে যাই। সেখানে গেলে যে অভিযোগ উত্থাপন করা হয় তা সম্পূর্ণ মিথ্যা। ওই বাড়িতে কোনও অভিযানই চালানো হয়নি। সেখান থেকে চলে আসার পর সড়কে আবার মৎস্য কর্মকর্তার সঙ্গে দেখা হলে তার সঙ্গে থাকা জেলেরা পুলিশের ওপর গ্রামবাসীকে হামলা চালাতে বলে। তখন মৎস্য কর্মকর্তাকে শান্ত করতে বলি। সঙ্গে থাকা পুলিশ সদস্যরা তাদের শান্ত করেন। এখানে কোনও ধরনের হামলা চালানো হয়নি। তারা বিষয়টি ঘোলাটে করার জন্য এ ধরনের অভিযোগ করছেন।

হিজলা থানার ওসি জুবাইর আহমেদ বলেন, যদি উপজেলা মৎস্য কর্মকর্তার অভিযোগ সত্য হয় তাহলে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবো। তারা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।

হিজলা নৌ-পুলিশের ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, ফাঁড়ির পুলিশের সঙ্গে মৎস্য কর্মকর্তার অভিযান দলের হাতাহাতির ঘটনা ঘটেছে। পুরো বিষয়টি নিশ্চিত হয়ে এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবো। 

/এফআর/
সম্পর্কিত
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আইপি টিভি চালু করতে চায় ডিএমপি!
সর্বশেষ খবর
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে