X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

কোন আসন থেকে আগামী নির্বাচনে লড়বেন, জানালেন ভিপি নুর

পটুয়াখালী প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৪, ২০:১৭আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ২০:৩৭

নিজ এলাকা পটুয়াখালী-৩ আসন (গলাচিপা ও দশমিনা) থেকে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেছেন, ‘অনেকে বিভ্রান্তি ছড়িয়েছে ভিপি নুর ঢাকা থেকে নির্বাচন করবে, সে সারা বাংলাদেশ থেকেই নির্বাচন করতে পারে। কিন্তু মা-মাটিকে তো ভুলে যাওয়া যায় না। এই চরের কাদামাটি, এই নদীর পানি গায়ে মেখে বড় হয়েছি- এত তাড়াতাড়ি ভুলে যাই কী করে। আপনারা যদি সমর্থন করেন তাহলে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকেই আমি নির্বাচন করবো। এক বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, এই সরকারকে রাষ্ট্র ঠিক করতে বেগ পেতে হচ্ছে। হয়তো আগামী দুই এক বছর পর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে পটুয়াখালীর গলাচিপায় হাইস্কুল মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক বলেন, ‘প্রতিশোধ ও প্রতিহিংসা না করে সংহতি এবং সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। পুরোনো দলে পুরোনো নেতৃত্ব দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন রাজনীতি ও নতুন নেতৃত্ব দরকার। গণ-অধিকার পরিষদের গণজোয়ার উঠেছে। আমরা এই রাষ্ট্রব্যবস্থার সংস্কার চাই। একক কোনও দল যেন সরকার গঠন করে ফ্যাসিবাদ সৃষ্টি করতে না পারে। তাই দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, সংখ্যানুপাতিক নির্বাচন, সংসদের মেয়াদ চার বছর করার দাবি করেছি। সব দলের যেন সংসদে প্রতিনিধিত্ব থাকে এই প্রস্তাবে  অধিকাংশ দল একমত হয়েছে। কোনও অপরাজনীতি নতুন বাংলাদেশে চলবে না।’

গলাচিপা উপজেলা গণ-অধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি উচ্চতর পরিষদ কেন্দ্রীয় কমিটির শহিদুল ইসলাম, সহ-সভাপতি আবু হানিফ হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, আনিসুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক ইউসূফ গাজী, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক আ. রহিম, সাদ্দাম হোসেন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পল্টন মোড়ে নুরুল হকের নেতৃত্বে অবস্থান
আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সরকারের সিগন্যালে হয়েছে: নুর
মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক
সর্বশেষ খবর
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
লেভারকুসেনকে বিদায় বললেন জাবি, যাচ্ছেন রিয়ালে!
লেভারকুসেনকে বিদায় বললেন জাবি, যাচ্ছেন রিয়ালে!
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার