X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ডাকাতির সময় ‘চিনতে পেরেছি’ বলায় নারীকে শ্বাসরোধে হত্যা

বরগুনা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৪, ২০:১৫আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ২০:১৫

বরগুনার বামনা উপজেলায় ঘরে ঢুকে ডাকাতির সময় ‘চিনতে পেরেছি’ বলায় ফাতেমা বেগম (৬৮) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ সময় বাড়ির স্বর্ণালঙ্কার ও জমির দলিল লুট করে নিয়ে যায় ডাকাতরা। 

বুধবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার কাকচিড়া ইউনিয়নের উত্তর কাকচিড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রতিবেশীরা জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন ব্যক্তি এসে ডাকাডাকি  করলে ফাতেমা বেগমের স্বামী খোরশেদ জোমাদ্দার ঘরের দরজা খুলে দেন। ওই ব্যক্তিদের কয়েকজন ঘরে ঢুকেই খোরশেদকে বেঁধে ফেলে। পরে ফাতেমাকে বাঁধার সময়ে চিনতে পেরেছি বলে চিৎকার দেওয়ায় গলা চেপে ধরে ধরলে তিনি মারা যান। পরে ঘরের আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও অন্য মালামাল এবং দলিলপত্র নিয়ে যায় তারা। সকালে প্রতিবেশীরা তাদের সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখেন হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছেন স্বামী-স্ত্রী। প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে দুজন প্রতিবেশী জানিয়েছেন, খোরশেদের দুই ছেলে সৌদিপ্রবাসী। পুত্রবধূরা ঢাকায় থাকায় খোরশেদ ও স্ত্রী ফাতেমা বাড়িতে থাকেন। যেহেতু স্বর্ণালঙ্কার ও জমির দলিলপত্র নিয়ে গেছে, হয়তো তাদের পরিচিত লোকজন এর সঙ্গে জড়িত থাকতে পারে। এর মধ্যে ফাতেমা ডাকাতদের কাউকে হয়তো চিনতে পেরেছেন। এজন্য হত্যা করা হয়েছে। তবে খোরশেদ ও ফাতেমার সঙ্গে কারও বিরোধ নেই।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনাটি চুরি নাকি ডাকাতি এখনও বোঝা যাচ্ছে না। তদন্ত করলে জানা যাবে। এখনও মামলা হয়নি। মামলা হলে ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।’

/এএম/
সম্পর্কিত
খাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার লাশ উদ্ধার
নড়াইলে ভাই-ভাতিজার বিরুদ্ধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
খাটের ওপর পড়ে ছিল আইনজীবীর মরদেহ
সর্বশেষ খবর
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
হজ কার ওপর ফরজ এবং এর কী ফজিলত
হজ কার ওপর ফরজ এবং এর কী ফজিলত
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি
জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ