X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

বিএনপির নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষে ওসিসহ আহত অর্ধশত

ভোলা প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৪, ২০:৩৭আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ২০:৩৭

বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, হামলা-পাল্টা হামলায় ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হকসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ২০ জনকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গুরুতর আহতরা হলেন- বিএনপির নাজিম উদ্দিন আলম গ্রুপের মিরাজ, ইউসুফ, মোস্তফা দিদার, আশরাফুলসহ আরও অনেকে। বিএনপির অপর গ্রুপ কেন্দ্রীয় যুবদল নেতা নুরুল ইসলাম নয়ন পক্ষের নূর নবী রনি, পাভেল, আমিনুল ইসলাম মাইনুল, রাশেদ, লিটন, হাসনাইন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায়  দক্ষিণ আইচা বাজারে এ ঘটনা ঘটে।

দক্ষিণ আইচা থানা বিএনপির সম্পাদক মোহাম্মদ ফারুক মাস্টার দাবি করেন, সন্ধ্যার পর করিমপাড়া এলাকায় বিএনপির আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করার উদ্দেশে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা বাজারের বিএনপির প্রধান অফিসে জড়ো হতে শুরু করেন। এ সময় বিএনপির অপর গ্রুপের নেতাকর্মীরা, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের কিছু সন্ত্রাসী নিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর মরিচের গুঁড়া মেরে অতর্কিত হামলা চালায়। এতে বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দিন আলম গ্রুপে কমপক্ষে ৩০ নেতাকর্মী আহত হন।

তিনি আরও দাবি করেন, আলম-নয়ন গ্রুপের পাল্টাপাল্টি হামলার পর পরই আবারও নয়ন গ্রুপের মধ্যেই দুই গ্রুপে বিভক্ত হয়। তাদের দুই গ্রুপের মধ্যেও হামলার ঘটনা ঘটেছে। এ সময় দক্ষিণ আইচা থানা পুলিশ নীরব ভূমিকা পালন করছে। আমরা মামলা করতে গেলে মামলা নেয়নি ওসি এরশাদুল হক।

অপর গ্রুপের নেতৃত্বে থাকা কেন্দ্রীয় যুবদল নেতা নুরুল ইসলাম নয়নের পক্ষের নেতৃবৃন্দরা দাবি করেন, আমরা নুরুল ইসলাম নয়নের পক্ষে মিছিল দেওয়ার জন্য দক্ষিণ আইচা থানা থেকে অনুমোদন নিয়েছি। আমাদের লোক কাউকে হামলা করেনি। উল্টো আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের প্রায় ২৮ নেতাকর্মী আহত হয়েছেন। আমাদের নেতা নূরুল ইসলাম নয়ন সাহেব বিএনপিতে কোনও অনুপ্রবেশকারীকে জায়গা দেন না। আমাদের দলে কোন গ্রুপিং নেই।

দক্ষিণ আইচা থানার এসআই খালেক জানান, হামলার ঘটনার সময় থানা পুলিশ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছে। এতে ওসি নিজেও আহত হয়েছেন। তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
‘যারা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা স্বীকার করে না তাদের রাজনীতি করার অধিকার নেই’
ইজিবাইকে যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ৩০
বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি নেতা আসাদুল হাবিবসহ ৪৫ আসামি খালাস
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি