X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সংসদ সদস্যের দ্বৈত জন্মতারিখ নিয়ে সমালোচনার ঝড়!

খাগড়াছড়ি প্রতিনিধি
৩০ আগস্ট ২০২০, ২১:০০আপডেট : ৩০ আগস্ট ২০২০, ২১:০৪

কুজেন্দ্র লাল ত্রিপুরা খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার জন্মদিন ৩০ আগস্ট। তবে সংসদ নির্বাচনের সময় তার দেওয়া হলফনামা ও অন্যান্য নথিপত্রে জন্মতারিখ দেওয়া আছে ৪ নভেম্বর। সংসদ সদস্যের দ্বৈত জন্মতারিখ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়।

শনিবার (৩০ আগস্ট) প্রথম প্রহর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন দলীয় নেতাকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা। অনেকে আবার দ্বৈত জন্মতারিখের তথ্য সম্বলিত স্ক্রিনশর্ট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। সংসদ সদস্যের জন্মদিনের দ্বৈত তারিখের বিষয়টি এলাকার মূল আলোচনায় পরিণত হয়েছে।

সংসদ সদস্যের দ্বৈত জন্মতারিখ নিয়ে সমালোচনার ঝড়! এদিকে বাংলাদেশ জাতীয় সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যায়, ২৯৮ নম্বরে খাগড়াছড়ি সংসদীয় আসনের বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার তথ্য রয়েছে। যেখানে সংসদ সদস্যের জন্ম তারিখ দেওয়া আছে ৪ নভেম্বর ১৯৬৩ সাল।

সংসদ সদস্যের দ্বৈত জন্মতারিখ নিয়ে সমালোচনার ঝড়! অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে আজকের তারিখের তথ্যের গরমিলের বিষয়ে জানতে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। তবে সংসদ সদস্যের পরিচিত একজন নাম না প্রকাশের অনুরোধে জানিয়ে বলেন, সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা একটি সামাজিক অনুষ্ঠানে ব্যস্ত আছেন। তাই হয়ত ফোন ধরতে পারছেন না। বিভিন্ন নথিতে ৪ নভেম্বরের যে তারিখ দেওয়া আছে সেটি স্যারের সার্টিফিকেটের তথ্য। সেই তথ্য অনুসারে সব জায়গায় ৪ নভেম্বর ১৯৬৩ সাল জন্মতারিখ লেখা রয়েছে।



২৯৮ নম্বর সংসদীয় আসন খাগড়াছড়ি থেকে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হয়ে নির্বাচিত হন কুজেন্দ্র লাল ত্রিপুরা। একই সঙ্গে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান পদে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের
খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের
যে জাদুঘরের পরতে পরতে মুক্তিযুদ্ধের ইতিহাস
যে জাদুঘরের পরতে পরতে মুক্তিযুদ্ধের ইতিহাস
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
কতটা এগোলো সৌদি-ইসরায়েল সম্পর্ক স্থাপনে মার্কিন উদ্যোগ?
কতটা এগোলো সৌদি-ইসরায়েল সম্পর্ক স্থাপনে মার্কিন উদ্যোগ?
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির