X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

উখিয়া-টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২

কক্সবাজার প্রতিনিধি
১৬ জুলাই ২০২১, ১৭:১৪আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৭:১৪

কক্সবাজারে র‍্যাব ও বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাতসহ দুই মাদক কারবারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত ও শুক্রবার (১৬ জুলাই) ভোরে উখিয়া ও টেকনাফে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন—উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবনিয়া গ্রামের জালাল আহমদের ছেলে লুৎফর রহমান লুতু (৩৮) এবং টেকনাফ জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বশির আহমদের ছেলে হাশেম উল্লাহ (৩৩)। শুক্রবার (১৬ জুলাই) এ তথ্যটি নিশ্চিত করেছে র‍্যাব-১৫। 

র‍্যাব জানায়, টেকনাফ থানার দমদমিয়া এলাকায় র‍্যাব ও শীর্ষ রোহিঙ্গা ডাকাত গ্রুপ হাসেম বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। এ সময় হাশেম বাহিনীর প্রধান হাশেম উল্লাহ নিহত হন। ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। ডাকাতির প্রস্তুতি ও দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে শুক্রবার ভোর রাতে র‍্যাব-১৫ এর একটি দল অভিযানে গেলে এ ঘটনা ঘটে। 

অপরদিকে উখিয়ায় বিজিবির সঙ্গে গোলাগুলিতে লুৎফুর রহমান লুতু নামের এক মাদক কারবারি নিহত হয়েছেন। এ সময় ৫০ হাজার ইয়াবাসহ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৫ জুলাই) মধ্যরাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবনিয়ার চিংড়ি ঘের এলাকায় এ ঘটনা ঘটে। 

কক্সবাজারের ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, উখিয়া সীমান্তে মাদক পাচারকালে বিজিবির অবস্থান টের পেয়ে পাচারকারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলি থামার পর ঘটনাস্থলে একজনের লাধ পাওয়া যায়। এসময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত লুৎফুর রহমান লুতু একজন দুর্ধর্ষ ডাকাত ও মাদক কারবারি। তার বিরুদ্ধে ১২টির বেশি মামলা রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপার সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।
 

/এসএইচ/
সম্পর্কিত
দুই পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ বাবলা বাহিনীর প্রধান নিহত 
ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩১ মাওবাদী নিহত 
ভারতের জম্মু-কাশ্মিরে বন্দুকযুদ্ধে ২ সেনাসহ নিহত ৭
সর্বশেষ খবর
মব সন্ত্রাস ছেড়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াতের
মব সন্ত্রাস ছেড়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াতের
‘মেসি ফুটবল খেলে খুশি’
‘মেসি ফুটবল খেলে খুশি’
রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
৯০তম জন্মদিনে আরও ৪০ বছর বাঁচতে চান দালাই লামা
৯০তম জন্মদিনে আরও ৪০ বছর বাঁচতে চান দালাই লামা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল