X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে ৩ কলেজ শিক্ষার্থীর করোনা শনাক্ত

চাঁদপুর প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৫

চাঁদপুরের কচুয়া উপজেলার হাসিমপুর গ্রামের ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের তিন শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম জানান, কলেজের আবাসিক হোস্টেলে ওঠার জন্য নমুনা পরীক্ষা করালে তাদের তিন জনের রিপোর্ট পজিটিভ আসে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত সোমবার (২০ সেপ্টেম্বর) ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের ৫০ শিক্ষার্থীর করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। বুধবার তিন জনের রিপোর্ট পজিটিভ আসে।

ওই শিক্ষার্থীরা হচ্ছেন– উপজেলার প্রসন্নকাপ গ্রামের আকলিমা আক্তার (১৭), বড়কড়ই গ্রামের জান্নাত আক্তার (১৭) এবং নবাবপুর গ্রামের ফাতেমা আক্তার নিশি (১৮)। তাদের মধ্যে দুজন একাদশ শ্রেণির এবং একজন দ্বাদশ শ্রেণির।

কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর কলেজের হোস্টেলে ওঠানোর আগে তাদের নমুনা পরীক্ষা করা হয়। কারণ, কলেজের আবাসিক হোস্টেলে উঠতে হলে কোভিড-১৯ রিপোর্ট দেখাতে হয়। সেজন্য গত এক সপ্তাহে ওই কলেজের প্রায় ৮০ জন শিক্ষার্থী কচুয়া ও শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। বুধবার ওই তিন ছাত্রীর রিপোর্ট পজিটিভ আসে। তাদের কলেজের হোস্টেলে না উঠিয়ে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজের আবাসিক হোস্টেল বন্ধ করা হয়েছে।

এ ব্যাপারে অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম বলেন, ‘তিন শিক্ষার্থীর করোনা শনাক্তের রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে অভিভাবকদের বিষয়টি জানানো হয়। করোনা শনাক্ত শিক্ষার্থীদের হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে। তাদের কোনও উপসর্গ নেই। তারা সবাই ভালো আছে। আমরা নিয়মিত খোঁজ-খবর রাখছি।’

তিনি আরও বলেন, ‘প্রতিদিন শিক্ষার্থীদের তাপমাত্রা মেপে কলেজে প্রবেশ করানো হয়। কারও তাপমাত্রা একটু বেশি হলেই আমরা করোনা পরীক্ষার ব্যবস্থা নিই। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস পরিচালনা করছি।’

জেলা শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন বলেন, ‘কলেজের শিক্ষক এবং শিক্ষার্থী সবার নমুনা পরীক্ষার জন্য বলেছি। আক্রান্ত তিন ছাত্রী বর্তমানে হোম আইসোলেশনে রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
শিক্ষার্থীদের ফি থেকেই আসবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের করের টাকা! 
হত্যার হুমকি দেওয়া হচ্ছে, দাবি বুয়েটের ছয় শিক্ষার্থীর
সর্বশেষ খবর
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া