X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

চাঁদপুরে ৩ কলেজ শিক্ষার্থীর করোনা শনাক্ত

চাঁদপুর প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৫

চাঁদপুরের কচুয়া উপজেলার হাসিমপুর গ্রামের ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের তিন শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম জানান, কলেজের আবাসিক হোস্টেলে ওঠার জন্য নমুনা পরীক্ষা করালে তাদের তিন জনের রিপোর্ট পজিটিভ আসে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত সোমবার (২০ সেপ্টেম্বর) ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের ৫০ শিক্ষার্থীর করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। বুধবার তিন জনের রিপোর্ট পজিটিভ আসে।

ওই শিক্ষার্থীরা হচ্ছেন– উপজেলার প্রসন্নকাপ গ্রামের আকলিমা আক্তার (১৭), বড়কড়ই গ্রামের জান্নাত আক্তার (১৭) এবং নবাবপুর গ্রামের ফাতেমা আক্তার নিশি (১৮)। তাদের মধ্যে দুজন একাদশ শ্রেণির এবং একজন দ্বাদশ শ্রেণির।

কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর কলেজের হোস্টেলে ওঠানোর আগে তাদের নমুনা পরীক্ষা করা হয়। কারণ, কলেজের আবাসিক হোস্টেলে উঠতে হলে কোভিড-১৯ রিপোর্ট দেখাতে হয়। সেজন্য গত এক সপ্তাহে ওই কলেজের প্রায় ৮০ জন শিক্ষার্থী কচুয়া ও শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। বুধবার ওই তিন ছাত্রীর রিপোর্ট পজিটিভ আসে। তাদের কলেজের হোস্টেলে না উঠিয়ে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজের আবাসিক হোস্টেল বন্ধ করা হয়েছে।

এ ব্যাপারে অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম বলেন, ‘তিন শিক্ষার্থীর করোনা শনাক্তের রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে অভিভাবকদের বিষয়টি জানানো হয়। করোনা শনাক্ত শিক্ষার্থীদের হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে। তাদের কোনও উপসর্গ নেই। তারা সবাই ভালো আছে। আমরা নিয়মিত খোঁজ-খবর রাখছি।’

তিনি আরও বলেন, ‘প্রতিদিন শিক্ষার্থীদের তাপমাত্রা মেপে কলেজে প্রবেশ করানো হয়। কারও তাপমাত্রা একটু বেশি হলেই আমরা করোনা পরীক্ষার ব্যবস্থা নিই। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস পরিচালনা করছি।’

জেলা শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন বলেন, ‘কলেজের শিক্ষক এবং শিক্ষার্থী সবার নমুনা পরীক্ষার জন্য বলেছি। আক্রান্ত তিন ছাত্রী বর্তমানে হোম আইসোলেশনে রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
করোনা পরীক্ষায় ভুয়া প্রতিবেদন, চট্টগ্রামে চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
আরও ২১ জনের করোনা শনাক্ত
চট্টগ্রামে আরও ১০ জন করোনায় আক্রান্ত
সর্বশেষ খবর
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি