X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

মেয়র পদপ্রার্থীকে অপহরণ ও মনোনয়নপত্র ছিনতাইয়ের অভিযোগ

ফেনী প্রতিনিধি
১১ অক্টোবর ২০২১, ২১:২৬আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২১:২৬

ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে আবদুল হালিম (৩৮) নামের এক মেয়র পদপ্রার্থীকে মারধর করে মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে তাকে অপহরণ করে অন্যত্র নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সোমবার (১১ অক্টোবর) দুপুরে আবদুল হালিম ছাগলানইয়া থানায় মামলা করেছেন।

ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিক উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় শিশির ও মেজবাহ উদ্দিন নামে দুইজনকে আটক করা হয়েছে। আবদুল হালিম ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের ছিদ্দিক আহমদের ছেলে।’

আবদুল হালিমের অভিযোগ, ‘ছাগলনাইয়া পৌরসভার মেয়র পদে মনোনয়ন পত্র জামা দিতে রবিবার (১০ অক্টোবর) বিকালে কয়েকজন আত্মীয়কে সঙ্গে নিয়ে উপজেলার নির্বাচনি কর্মকর্তার কার্যালয়ে যাচ্ছি। এ সময় বর্তমান মেয়র ও আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ মোস্তফার কয়েকজন সমর্থক গতিরোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন যুবক মারধর শুরু করেন। এ সময় হাতে থাকা মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে তাকে টেনেহিঁচড়ে একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখেন। পরে সন্ধ্যায় তাকে পৌরসভার বাঁশপাড়া এলাকা থেকে উদ্ধার করে পুলিশের সহায়তায় তাকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।’

তিনি আরও অভিযোগ করেন, রবিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। তাকে সময় শেষ হওয়া পর্যন্ত আটকে রাখা হয়েছিল।

ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজ জানান, ঘটনাটি শোনার পর ছাগলনাইয়া যান এবং ঘটনার সত্যতা পান। জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান মেয়র ও প্রার্থী মো. মোস্তফার মোবাইলে কল দিয়ে বিষয়টি জানতে চাইলে তিনি এই নিয়ে কোনও বক্তব্য দিতে রাজি হননি।

ছাগলনাইয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, নির্বাচন কার্যালয়ে কেউ অভিযোগ করেনি। বাইরে কোনও ঘটনা হলে সেটি তার জানার কথা নয়।

ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে বিস্তারিত জানেন না।

রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে দুই, সংরক্ষিত মহিলা কাউন্সিলরের তিন পদের বিপরীতে ১১ ও সাধারণ ৯ ওয়ার্ডের কাউন্সিলর পদের বিপরীতে ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সোমবার বাছাই হয়। আগামী ২ নভেম্বর এ পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এফআর/
সম্পর্কিত
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
করোনা পরীক্ষায় ভুয়া প্রতিবেদন, চট্টগ্রামে চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
জাল তালাকনামা দাখিলে বাদীর বিরুদ্ধে মামলার নির্দেশ
সর্বশেষ খবর
জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া
জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেফতার
চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেফতার
জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিন জনের পক্ষে শুনানি ৭ জুলাই
জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিন জনের পক্ষে শুনানি ৭ জুলাই
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি