X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভাসানচরে হচ্ছে আন্তর্জাতিক মানের হোটেল ও আবাসিক ভবন

রনজিত চন্দ্র কুরী, নোয়াখালী
২০ নভেম্বর ২০২১, ২৩:০৬আপডেট : ২১ নভেম্বর ২০২১, ২১:৪৫

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের হোটেল ও আবাসিক ভবন। ভবনগুলোর পাশেই তৈরি হচ্ছে শপিংমল, রেস্টুরেন্ট ও কৃত্রিম লেক।

স্থানীয় সূত্র জানায়, জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের ভাসানচরমুখী করার জন্য চার তলা তিনটি আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে একটি জাতিসংঘের বিভিন্ন সংস্থার জন্য, অপরটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য, আরেকটি ভবন আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের জন্য।

স্টিল স্ট্রাকচারে তৈরি হচ্ছে এসব আবাসিক ভবন। ভবনগুলো তৈরির পর পাশেই আন্তর্জাতিক মানের সুইমিংপুল, জিম এবং টেনিস কোর্ট তৈরির কাজ শুরু হবে। অবসর সময়ে নৌকায় ঘুরে বেড়ানোর জন্য তৈরি করা হচ্ছে কৃত্রিম লেক। এসব তথ্য নিশ্চিত করেছেন ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কমান্ডার আনোয়ারুল কবির।

তিনি বলেন, নতুন করে তিনটি আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। এর আগে জি-টেক সলিউশন লিমিটেডের অধীনে বেসরকারি উদ্যোগে আইল্যান্ডমল নামে একটি চার তলা ভবন তৈরি করা হয়েছিল। আইল্যান্ড মলের নিচতলায় শপিংমল, ফার্মেসি, লন্ড্রি ও সেলুন এবং দোতলায় রেস্টুরেন্ট চালু করা হয়েছে। শপিংমলের নিচতলায় সাজানো রয়েছে নিত্য ব্যবহার্য নানা জিনিসপত্র। রয়েছে ফার্মেসি, সেলুন ও লন্ড্রি। দোতলায় রয়েছে রেস্টুরেন্ট। ভবনের তিন এবং চার তলায় আন্তর্জাতিক মানের ১৬টি কক্ষের একটি আধুনিক আবাসিক হোটেল তৈরির কাজ চলছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) অতিরিক্ত কমিশনার মোয়াজ্জেম হোসাইন বলেন, জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের আবাসনের জন্য তৈরি করা হচ্ছে তিনটি ভববন। ভবনগুলো তৈরি হলে এখানকার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হবে।

ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কমান্ডার আনোয়ারুল কবির বলেন, আবাসিক ভবন তৈরির কাজ শেষ হলে আন্তর্জাতিক মানের সুইমিংপুল, জিম এবং টেনিস কোর্ট ও কৃত্রিম লেক বানানোর কাজ হবে। এসবের পাশাপাশি ৫০০ জন থাকার আন্তর্জাতিক মানের একটি হোটেল তৈরির পরিকল্পনা আছে।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে এক লাখ রোহিঙ্গাকে অধিকতর নিরাপদ স্থানে সরিয়ে নিতে এক হাজার ৩১২ কোটি টাকা ব্যয়ে ভাসানচরে আবসনের ব্যবস্থা করেছে সরকার। এ পর্যন্ত ছয় ধাপে ১৮ হাজার ৫২১ রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়েছে। আরও ৮০ হাজার রোহিঙ্গাকে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

/এএম/
সম্পর্কিত
৮০০ রোহিঙ্গার মাঝে ইফতারসামগ্রী বিতরণ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া
রোহিঙ্গা ক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭ জন চমেক হাসপাতালে, এক শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ