X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পরিচ্ছন্ন এই পাড়াটি বাংলাদেশের

মো. নজরুল ইসলাম (‌টিটু), বান্দরবান প্রতি‌নি‌ধি
২৮ ডিসেম্বর ২০২১, ১৩:৫৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৪:২৩

মাওলিন্নং, ভারতের মেঘালয় রাজ্যের একটি গ্রাম। শুধু পরিচ্ছন্নতার কারণে এখন এশিয়ার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এখানে প্রতিদিনই ঘুড়তে আসেন দেশি-বিদেশি অসংখ্য পর্যটক। বাংলাদেশেও এমন একটি পাড়া মুনলাই। বান্দরবা‌নের রুমা উপ‌জেলা সদর থে‌কে বগা‌লেক যাওয়ার প‌থে দেখা মে‌লে এ পাড়া‌টির।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বম অধ‌্যু‌ষিত এ পাড়াটির চারপা‌শ দি‌নে দু’বার প‌রিষ্কার ক‌রেন এখানকার বাসিন্দারা। প‌রিষ্কার-প‌রিচ্ছন্নতা বিষ‌য়ে স‌চেতনতা বাড়া‌তে প্রতি‌টি বা‌ড়ির সাম‌নে রাখা হয়েছে ঝাড়ু ও ডাস্টবিন। আর পরিচ্ছন্নতার বিষয়ে বিভিন্ন নির্দেশনাবলি সংবলিত ছোট ছোট সাইন‌বোর্ড ঝুলা‌নো হ‌য়ে‌ছে বিভিন্ন পয়েন্টে। শুধু তাই নয়, সৌন্দর্য বৃ‌দ্ধির জন্য পাড়ার প্রতি‌টি বা‌ড়ি ও রাস্তা ধা‌রে লাগা‌নো হ‌য়ে‌ছে ফু‌লের গাছ। তিন পার্বত‌্য জেলার ম‌ধ্যে সব‌চে‌য়ে প‌রিষ্কার-প‌রিচ্ছন্ন হি‌সে‌বে স্বীকৃ‌তিও পে‌য়ে‌ছে এ পাড়াটি।

মুনলাই পাড়ার সপ্তম শ্রেণিতে পড়ুয়া বম কি‌শোরী এল‌সি লাল থ্লান পার বম ব‌লেন, ‘আমরা সবাই নি‌জে‌দের ঘরবা‌ড়ি ও তার চারপা‌শ সবসময় সুন্দর রা‌খি। দি‌নে দুই বার ক‌রে আমরা আমা‌দের ঘর ও রাস্তাঘাট প‌রিষ্কার ক‌রি।

পরিচ্ছন্ন এই পাড়াটি বাংলাদেশের

স্থানীয়রা জানান, মাত্র ৩০ বছর আগে রুমা উপ‌জেলা সদর থে‌কে ৫‌ কি‌লো‌মিটার দূ‌রে বম সম্প্রদা‌য়ের মানুষ এখা‌নে এসে আশ্রয় নেন। গ‌ড়ে তো‌লেন ছোট এই পাড়া। আর এ পাড়া‌টির নাম রাখা হয় মুনলাই। প্রাকৃতিক সৌন্দর্য আর স্থানীয়দের প্রচেষ্ঠায় শুরু থেকে শুরু থে‌কেই সাজানো গোছানো ছিল পাড়াটি। এরপর বেসক্যাম্প বাংলাদেশ নামে একটি পর্যটনভিত্তিক প্রতিষ্ঠান উদ্যোগ নেয় এখানে কমিউনিটি বেইজ পর্যটনের। নেওয়া হয় ‘‘মুনলাই কমিউনিটি বেইজড ট্যুরিজম’ নামের উদ্যোগ।

কয়েকবছর আগে চালু হওয়া এই টুরিজ্যমের অধীনে এখানকার কয়েকটি বাড়িতে রয়েছে পর্যটকদের থাকার ব্যবস্থা। রয়েছে স্থানীয়দের মনোমুগ্ধকর ঐতিহ্যবাহী বাঁশ নৃত্য উপভোগের আয়োজন। এর পাশাপাশি ট্রেকিং, ৫৫০ ফুট দীর্ঘ জিপলাইন, নদী ও খালে কায়াকিংয়ের ব্যবস্থাও রয়েছে এখানে। 

মুনলাই পাড়া কমিটির সভাপ‌তি ডে‌বিট বম ব‌লেন, প‌রিষ্কার-প‌রিচ্ছন্ন পাড়া হি‌সে‌বে প‌রি‌চিতি পাওয়ার পর বর্তমা‌নে আমরা আমা‌দের প্রচেষ্টা বাড়িয়েছি। চারপাশ কীভা‌বে আ‌রও সুন্দর করা যায় সেজন‌্য সবসময় কাজ কর‌ছি।

পরিচ্ছন্ন এই পাড়াটি বাংলাদেশের

মুনলাই কমিউনিটি বেইজড ট্যুরিজমের সভাপ‌তি রিয়‌্যাল‌বো বম ব‌লেন, অবস্থা যেমনই হোক পাড়া সবসময় প‌রিষ্কার রাখাই ছিল আমা‌দের নি‌জে‌দের উদ্দে‌শ্য। আমা‌দের কা‌জে সন্তুষ্ট হ‌য়ে ২০১৯ সা‌লে এ পাড়া‌টি‌কে পার্বত‌্য চট্টগ্রাম উন্নয়ন বো‌র্ডের চেয়ারম‌্যান নব বিক্রম কি‌শোর ত্রিপুরা তিন পার্বত‌্য জেলায় সব‌চে‌য়ে গোছা‌নো, সুন্দর ও প‌রিচ্ছন্ন গ্রাম উপা‌ধি দি‌য়ে‌ছেন। এতে আমরা আরও বেশি উৎসাহ পেয়েছি।

রুমার রেমাক্রী প্রাংসার ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান জিরা বম ব‌লেন, এ পাড়া‌টিকে এমনভা‌বে সাজা‌নো হ‌য়ে‌ছে, যেন বাইরে থে‌কে যারা বেড়া‌তে আসেন, তারা দেখে সন্তুষ্ট হন।

রুমা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী ব‌লেন, মুনলাই পাড়া এরই মধ্যে পরিচ্ছন্ন পাড়া হিসেবে পরিচিতি পেয়েছে। তাদের এ প্রচেষ্টায় প্রশাস‌নের পক্ষ থে‌কে সহযোগিতা করা হচ্ছে। তা‌দের কোনও দা‌বি থাক‌লেও তা প্রশাসন পূরণ কর‌ছে এবং পাড়া‌টি প‌রিষ্কার-পরিচ্ছন্ন রাখ‌তে যতটুকু সহ‌যো‌গিতা লা‌গবে তার সবটুকুই প্রশাসন কর‌বে।

পরিচ্ছন্ন এই পাড়াটি বাংলাদেশের

/ইউএস/
সম্পর্কিত
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
গরু চরাতে গিয়ে অপহরণের শিকার আরও ৬ জন
বিমানের টিকিট নিয়ে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ মন্ত্রীর
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’