X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়ির সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি
১১ মে ২০২২, ১৮:৫২আপডেট : ১১ মে ২০২২, ১৮:৫২

জেলার মাটিরাঙা উপজেলার খেদাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেনের বিরূদ্ধে মামলা করেছেন সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম। কেটে নেওয়া নয় দিনের বেতন ফেরত প্রার্থনা করে খাগড়াছড়ি যুগ্ম জেলা জজ মাহমুদুল হাসানের আদালতে এই মামলা করেন সহকারী প্রধান শিক্ষক।

সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, গত ২০ বছরে প্রধান শিক্ষক কারণে-অকারণে তাকে ৬৭টি কারণ দর্শানোর নোটিশ করেছেন। সর্বশেষ গত ফেব্রুয়ারি মাসে বিদ্যালয়ে অনুপস্থিতির অভিযোগ এনে কেটেছেন নয় দিনের বেতন। সব সময় প্রধান শিক্ষকের কারণ দর্শানোর নোটিশের আতঙ্কে থাকায় তিনি ইতোমধ্যে স্ট্রোক করেছেন এবং করেছেন ওপেন হার্ট সার্জারিও। সর্বশেষ কারণ দর্শানোর নোটিশ অবৈধ এবং নয় দিনের বেতন ফেরত পাওয়ার প্রার্থনায় করেছেন মামলা।

সহকারী প্রধান শিক্ষক আরও বলেন, ‘১৯৯৬ সালে তিনি বিদ্যালয়টিতে যোগদান করার প্রধান শিক্ষকের বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন। এই পর্যন্ত পাওয়া প্রত্যেকটি কারণ দর্শানোর নোটিশের জবাব দিলেও কোনও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেননি প্রধান শিক্ষক। কিন্তু গত ২২ মার্চ ১৪ দিন সময় দিয়ে পাঁচটি বিষয়ের ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মাত্র একদিন পরে ২৩ মার্চ নয় দিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনুপস্থিত দেখিয়ে প্রায় সাড়ে সাত হাজার টাকা বেতন কাটা সম্পূর্ণ বেআইনি।’

তিনি আরও বলেন, ‘গত ২ এপ্রিল সর্বশেষ কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার পর ৫ এপ্রিল প্রধান শিক্ষক বরাবর দরখাস্ত দিয়ে নয় দিনের বেতন ফেরত পাওয়ার আবেদন করেছি, কিন্তু না দেওয়ায় বাধ্য হয়ে মামলা করেছি।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক ইকবাল হোসেন জানান, যেহেতু সহকারী প্রধান শিক্ষক মামলা করেছেন, তাই তিনি আইনগতভাবেই জবাব দেবেন এবং মামলায় লড়বেন।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কামাল উদ্দিন চৌধুরী বলেন, ‘বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান না করে সহকারী প্রধান শিক্ষকের মামলা করা  ঠিক হয়নি। এটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে নেতিবাচক প্রভাব ফেলবে।’

আরও খবর: প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী প্রধান শিক্ষককে হয়রানির অভিযোগ

 
/এমএএ/
সম্পর্কিত
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সর্বশেষ খবর
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন