X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

খাগড়াছড়ির সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি
১১ মে ২০২২, ১৮:৫২আপডেট : ১১ মে ২০২২, ১৮:৫২

জেলার মাটিরাঙা উপজেলার খেদাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেনের বিরূদ্ধে মামলা করেছেন সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম। কেটে নেওয়া নয় দিনের বেতন ফেরত প্রার্থনা করে খাগড়াছড়ি যুগ্ম জেলা জজ মাহমুদুল হাসানের আদালতে এই মামলা করেন সহকারী প্রধান শিক্ষক।

সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, গত ২০ বছরে প্রধান শিক্ষক কারণে-অকারণে তাকে ৬৭টি কারণ দর্শানোর নোটিশ করেছেন। সর্বশেষ গত ফেব্রুয়ারি মাসে বিদ্যালয়ে অনুপস্থিতির অভিযোগ এনে কেটেছেন নয় দিনের বেতন। সব সময় প্রধান শিক্ষকের কারণ দর্শানোর নোটিশের আতঙ্কে থাকায় তিনি ইতোমধ্যে স্ট্রোক করেছেন এবং করেছেন ওপেন হার্ট সার্জারিও। সর্বশেষ কারণ দর্শানোর নোটিশ অবৈধ এবং নয় দিনের বেতন ফেরত পাওয়ার প্রার্থনায় করেছেন মামলা।

সহকারী প্রধান শিক্ষক আরও বলেন, ‘১৯৯৬ সালে তিনি বিদ্যালয়টিতে যোগদান করার প্রধান শিক্ষকের বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন। এই পর্যন্ত পাওয়া প্রত্যেকটি কারণ দর্শানোর নোটিশের জবাব দিলেও কোনও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেননি প্রধান শিক্ষক। কিন্তু গত ২২ মার্চ ১৪ দিন সময় দিয়ে পাঁচটি বিষয়ের ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মাত্র একদিন পরে ২৩ মার্চ নয় দিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনুপস্থিত দেখিয়ে প্রায় সাড়ে সাত হাজার টাকা বেতন কাটা সম্পূর্ণ বেআইনি।’

তিনি আরও বলেন, ‘গত ২ এপ্রিল সর্বশেষ কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার পর ৫ এপ্রিল প্রধান শিক্ষক বরাবর দরখাস্ত দিয়ে নয় দিনের বেতন ফেরত পাওয়ার আবেদন করেছি, কিন্তু না দেওয়ায় বাধ্য হয়ে মামলা করেছি।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক ইকবাল হোসেন জানান, যেহেতু সহকারী প্রধান শিক্ষক মামলা করেছেন, তাই তিনি আইনগতভাবেই জবাব দেবেন এবং মামলায় লড়বেন।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কামাল উদ্দিন চৌধুরী বলেন, ‘বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান না করে সহকারী প্রধান শিক্ষকের মামলা করা  ঠিক হয়নি। এটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে নেতিবাচক প্রভাব ফেলবে।’

আরও খবর: প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী প্রধান শিক্ষককে হয়রানির অভিযোগ

 
/এমএএ/
সম্পর্কিত
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভগ্নিপতিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, এপিবিএন সদস্যসহ গ্রেফতার ৭
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল