X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

দেশি পশুতেই মিটবে চাঁদপুরের কোরবানির চাহিদা

ইব্রাহিম রনি, চাঁদপুর
২২ জুন ২০২২, ১৮:৪৭আপডেট : ২২ জুন ২০২২, ১৮:৫২

ঈদুল আজহায় বাইরের দেশ থেকে কোনও পশু আনার প্রয়োজন নেই বলছেন চাঁদপুরের খামারিরা। কোরবানির জন্য দেশি গরুসহ অন্যান্য পশুর চাহিদা মেটাতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন তারা। এবারের ঈদে জেলায় কোরবানির জন্য ৭০ হাজার পশুর চাহিদা থাকলেও শুধু খামারিদের কাছেই মজুত আছে ৩০ হাজার গবাদিপশু। এছাড়া স্থানীয় কৃষক ও গৃহস্থদের পালন করা পশু মিলে প্রায় ৬৮ থেকে ৬৯ হাজার পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ অধিদফতর।

জেলা প্রাণিসম্পদ অফিস বলছে, কোরবানির পশুর চাহিদা মেটাতে এবার বিদেশি পশুর দরকার হবে না। 

মে মাসের পরিসংখ্যানের বরাত দিয়ে জেলা প্রাণিসম্পদ অফিস জানায়, চাঁদপুর জেলার ৮ উপজেলায় খামারি রয়েছেন দুই হাজার ৬৩৪ জন। এসব খামারে ২৭ হাজার ৯৬১টি গবাদিপশু রয়েছে। এরমধ্যে ষাড় রয়েছে ১২ হাজার ৫৩টি, বলদ পাঁচ হাজার ৭৭৩টি, গাভী তিন হাজার ৩৩৩টি, মহিষ রয়েছে ২২টি। এছাড়া ছাগল ছয় হাজার ১২৯টি, ভেড়া ৫৩৫টি এবং অন্যান্য আরও ১১৬টি পশু প্রস্তুত রয়েছে।

জেলা প্রাণিসম্পদ দফতরের জেলা ট্রেনিং অফিসার ডা. জুলহাস আহমেদ বলেন, চাঁদপুর জেলায় দুই হাজার ৬৩৪ জন খামারি রয়েছেন। তাদের সবার পাঁচটির বেশি গবাদিপশু রয়েছে। এছাড়া যারা ঈদকে টার্গেট করে ১-২টি গবাদিপশু পালন করেন তাদের কাছে আরও প্রায় ৪২ হাজার গবাদিপশু রয়েছে। 

তিনি আরও বলেন, আমরা উপজেলা ভিত্তিক খামারিদের সব সময় সেবা দিয়ে থাকি। কোরবানির জন্য এ বছর জেলায় গবাদিপশুর চাহিদা রয়েছে ৭০ হাজার। আর আমাদের প্রায় ৬৮ থেকে ৬৯ হাজার গবাদিপশু প্রস্তুত রয়েছে।

দেশি পশুতেই মিটবে চাঁদপুরের কোরবানির চাহিদা
চাঁদপুর সুইটি ডেইরি ফার্মে কর্মরত শ্রমিক মো. ফারুক ও মো. সোহেল বলেন, আমাদের এখানে প্রায় শতাধিক গবাদিপশু রয়েছে। গরুগুলোকে গম, ভূট্টা, মশুরি, খেসারি, ধান, খইল, রাব, লবন, খের, কাঁচাঘাস খাওয়ানো হয়।

ফার্মটির মালিক ইব্রাহিম খলিল বলেন, করোনাকালে আমরা অনেক ক্ষতির সম্মুখিন হয়েছি। এবার পরিবেশ পরিস্থিতি ভালো থাকলে ক্ষতি পুষিয়ে নিতে পারবো। তবে গরু মোটাতাজা করতে কোনও ওষুধের ব্যবহার করেননি বলে দাবি করেন তিনি।

সার্বিক বিষয়ে চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বখতিয়ার উদ্দিন বলেন, মে মাসে কোরবানির জন্য প্রস্তুত গবাদিপশুর যে হিসাব আছে, তা আরও বাড়বে। আমাদের কাছে যে হিসাব আছে, সেটি শুধুমাত্র খামারিদের। খামারি ছাড়াও অনেকেই একটা-দুটি করে গরু-ছাগল পালন করেন। সেগুলোও কোরবানির হাটে আসে। এছাড়া পাশের জেলা থেকেও কোরবানির পশুর আমদানি হয়। তাই চাহিদা মতো পশুর পর্যাপ্ত সরবরাহ থাকবে বলে আশা করি। 

/টিটি/ 
সম্পর্কিত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
যাত্রী কল্যাণ সমিতিঈদুল আজহায় ২৭৭ সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৯, আহত ৫৪৪
রাজধানীর ফাঁকা রাস্তায় যাত্রীদের স্বস্তি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা