X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর অপর নাম শেখ হাসিনা: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
২৫ জুন ২০২২, ২১:৫৬আপডেট : ২৫ জুন ২০২২, ২১:৫৬

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘পদ্মা সেতুর অপর নাম শেখ হাসিনা। তিনি বাংলাদেশকে যে উচ্চতায় নিয়ে গেছেন তার সব কিছুর নাম শেখ হাসিনা।’

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শনিবার (২৫ জুন) চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আজকে আমাদের সেতুমন্ত্রী বলেছেন- পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে করার যত প্রস্তাব তার কাছে গেছে তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তিনি তার নাম এই বিশাল অর্জনের সঙ্গে যুক্ত করতে চাননি। আমার কাছে তার এই নাম যুক্ত করা বা না করার কোনও মানে নেই। এই পদ্মা সেতু আমাদের বিজয়ের, অপমানের প্রতিশোধ, আমাদের সাহস, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার প্রতীক। আর এই সব কিছুর প্রতীকতো একজন। তিনি হলেন শেখ হাসিনা। সব উন্নয়ন যার হাত দিয়ে হয়ে চলেছে।’

দীপু মনি বলেন, ‘বঙ্গবন্ধু দিয়ে গেছেন স্বাধীন বাংলাদেশ। তার কন্যা আমাদেরকে দিলেন পদ্মা সেতু। বঙ্গবন্ধু মুক্তির পথ দেখিয়ে গিয়েছিলেন। গত ৪১ বছর ধরে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন পিতার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। শেখ হাসিনা যখন যে স্বপ্ন দেখিয়েছেন পিতার মতোই তা বাস্তবে রূপ দেওয়ার জন্য যা কিছু করণীয় তা করেছেন। এ কারণেই আজকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। শেখ হাসিনার কল্যাণে আজ আমরা চাঁদপুরে বসে পদ্মাপাড়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পেরেছি।’

তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, সুখী-শান্তিময় বাংলাদেশে রূপান্তরে শেখ হাসিনা এগিয়ে চলেছেন। সে জন্য যে উন্নয়ন আমাদের দরকার সে উন্নয়নের একটি বড় ধাপ আজ আমরা অতিক্রম করেছি। এটি সহজ ছিল না। শেখ হাসিনার প্রতিটি দিন চ্যালেঞ্জের। পদ্মা সেতু নিয়ে কম ষড়যন্ত্র হয়নি। শেখ হাসিনা রুখে দাঁড়িয়েছেন, মাথা নত করেননি।’

মন্ত্রী বলেন, ‘দেড় বছর পর জাতীয় নির্বাচন। এ নির্বাচনে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আমরা যেন শেখ হাসিনাকে প্রতিটি জায়গায় যেন বিজয়ী করতে পারি। গত তিন নির্বাচনে শেখ হাসিনাকে বাংলার মানুষ ভোট দিয়েছিল বলেই আজকে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু কন্যার প্রতিনিধি হিসেবে চাঁদপুরবাসী আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন- এ জন্য আমি কৃতজ্ঞ। আগামী দিনেও আমি আপনাদের সেবা করে যেতে চাই।’

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালসহ রাজনৈতিক, প্রশাসনিক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী নেতৃবৃন্দ।

/এফআর/
সম্পর্কিত
২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে প্রায় ৫ কোটি টাকা টোল আদায়
পদ্মা সেতুতে আট ঘণ্টায় পৌনে ২ কোটি টাকার টোল আদায়
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যানবাহনের অতিরিক্ত চাপ
সর্বশেষ খবর
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি