X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ইউনিয়নের কমিটির জন্য এমপি ও জেলার নেতারা অবরুদ্ধ

কুমিল্লা প্রতিনিধি
০৩ জুলাই ২০২২, ১৮:৪২আপডেট : ০৩ জুলাই ২০২২, ২০:০১

কুমিল্লার দেবিদ্বার উপজেলার একটি ইউনিয়নের সম্মেলনে কমিটি ঘোষণা নিয়ে সংসদ সদস্যসহ জেলার নেতাদের দুই ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছেন দলীয় নেতাকর্মীরা। উপজেলার বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এই ঘটনা ঘটে। শনিবার (২ জুলাই) উপজেলার নবিয়াবাদ কুমিল্লা মডেল কলেজ মাঠে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে কমিটি ঘোষণা নিয়ে রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উত্তেজনা বিরাজ করে। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

অভিযোগ উঠেছে, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল কমিটি ঘোষণা না দিয়ে চলে যেতে চাইলে এমপিসহ জেলা ও উপজেলা নেতাদেরকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা দেবিদ্বার-চান্দিনা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। অবরোধের বিষয়টি লাইভ প্রচার হতে থাকলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানালে রাত সাড়ে ১০টায় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। পুলিশের নিরাপত্তায় এমপি, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ এলাকা ত্যাগ করেন।

দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘প্রার্থীদের সমঝোতা না হওয়ায় কাউন্সিলররা ভোট চেয়েছিল। তখন এমপি সাহেব জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও দায়িত্বপ্রাপ্ত নেতারা বলেন, ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে ওই ইউনিয়নের কমিটি ঘোষণা করবেন। নেতৃবৃন্দ সভাপতি পদে শাহ আলম এবং সাধারণ সম্পাদক পদে রোকনুজ্জামানকে মনোনীত করেন। তারপর কমিটি ঘোষণা না দিয়ে এমপি চলে যেতে চাইলে নেতাকর্মীরা পথ অবরোধ করে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও যুগ্ম সম্পাদক মাহববুল আলম হানিফের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।’

তিনি আরও বলেন, ‘তাদের নির্দেশে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার সভাপতি পদে মো. শাহ আলমকে ও মো. রোকনুজ্জামানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।’

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুল আউয়াল বলেন, ‘সভাপতি পদে পাঁচ ও সাধারণ সম্পাদক পদে তিন জন প্রতিদ্বন্দ্বী হওয়ায় তাদেরকে আলাদাভাবে একক প্রার্থী করতে বৈঠকে বসাই। সমঝোতায় না আসায় কাউন্সিলরদের পছন্দ অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে ঘোষণা দেওয়ার চেষ্টা করি। এ সময় এমপি সাহেব কমিটি ঘোষণা দেওয়ার পক্ষে না থাকায় এবং ঢাকায় গিয়ে দুদিন পর কমিটি ঘোষণার কথা বলায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।’

রোশন আলী মাস্টার বলেন, ‘নেতৃবৃন্দের সিদ্ধান্তটি এমপি সাহেব এখানে ঘোষণা না দিয়ে দুদিন পর ঘোষণা দিতে বলেন। এ ঘটনায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা কমিটি ঘোষণার দাবিতে এমপি সাহেবের গাড়ি অবরোধ করে। পরে ঝামেলা থামানোর চেষ্টা করি।’

এই বিষয়ে জানতে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের সঙ্গে কথা বলতে তার মোবাইল নম্বরে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
জুলাই অভ্যুত্থানে ছাত্র নিহতের মামলার আসামি মৃত দুই আওয়ামী লীগ নেতা
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
সাবেক এমপির শ্যালক ও আ.লীগ নেতা রঞ্জু গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক