X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ইউনিয়নের কমিটির জন্য এমপি ও জেলার নেতারা অবরুদ্ধ

কুমিল্লা প্রতিনিধি
০৩ জুলাই ২০২২, ১৮:৪২আপডেট : ০৩ জুলাই ২০২২, ২০:০১

কুমিল্লার দেবিদ্বার উপজেলার একটি ইউনিয়নের সম্মেলনে কমিটি ঘোষণা নিয়ে সংসদ সদস্যসহ জেলার নেতাদের দুই ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছেন দলীয় নেতাকর্মীরা। উপজেলার বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এই ঘটনা ঘটে। শনিবার (২ জুলাই) উপজেলার নবিয়াবাদ কুমিল্লা মডেল কলেজ মাঠে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে কমিটি ঘোষণা নিয়ে রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উত্তেজনা বিরাজ করে। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

অভিযোগ উঠেছে, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল কমিটি ঘোষণা না দিয়ে চলে যেতে চাইলে এমপিসহ জেলা ও উপজেলা নেতাদেরকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা দেবিদ্বার-চান্দিনা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। অবরোধের বিষয়টি লাইভ প্রচার হতে থাকলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানালে রাত সাড়ে ১০টায় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। পুলিশের নিরাপত্তায় এমপি, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ এলাকা ত্যাগ করেন।

দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘প্রার্থীদের সমঝোতা না হওয়ায় কাউন্সিলররা ভোট চেয়েছিল। তখন এমপি সাহেব জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও দায়িত্বপ্রাপ্ত নেতারা বলেন, ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে ওই ইউনিয়নের কমিটি ঘোষণা করবেন। নেতৃবৃন্দ সভাপতি পদে শাহ আলম এবং সাধারণ সম্পাদক পদে রোকনুজ্জামানকে মনোনীত করেন। তারপর কমিটি ঘোষণা না দিয়ে এমপি চলে যেতে চাইলে নেতাকর্মীরা পথ অবরোধ করে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও যুগ্ম সম্পাদক মাহববুল আলম হানিফের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।’

তিনি আরও বলেন, ‘তাদের নির্দেশে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার সভাপতি পদে মো. শাহ আলমকে ও মো. রোকনুজ্জামানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।’

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুল আউয়াল বলেন, ‘সভাপতি পদে পাঁচ ও সাধারণ সম্পাদক পদে তিন জন প্রতিদ্বন্দ্বী হওয়ায় তাদেরকে আলাদাভাবে একক প্রার্থী করতে বৈঠকে বসাই। সমঝোতায় না আসায় কাউন্সিলরদের পছন্দ অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে ঘোষণা দেওয়ার চেষ্টা করি। এ সময় এমপি সাহেব কমিটি ঘোষণা দেওয়ার পক্ষে না থাকায় এবং ঢাকায় গিয়ে দুদিন পর কমিটি ঘোষণার কথা বলায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।’

রোশন আলী মাস্টার বলেন, ‘নেতৃবৃন্দের সিদ্ধান্তটি এমপি সাহেব এখানে ঘোষণা না দিয়ে দুদিন পর ঘোষণা দিতে বলেন। এ ঘটনায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা কমিটি ঘোষণার দাবিতে এমপি সাহেবের গাড়ি অবরোধ করে। পরে ঝামেলা থামানোর চেষ্টা করি।’

এই বিষয়ে জানতে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের সঙ্গে কথা বলতে তার মোবাইল নম্বরে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া