X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান-সচিবসহ ৫ জনের বিরুদ্ধে সমন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৯

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষসহ পাঁচ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন চট্টগ্রামের প্রথম শ্রম আদালত। আদালতের আদেশ অবমাননা করার অভিযোগে দায়ের করা মামলায় এই সমন জারি করা হয়। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রামের প্রথম শ্রম আদালতের বিচারক মোহাম্মদ তৌফিক আজিজ এই আদেশ দেন।

বাকি চার জন হলেন- সিডিএ সচিব আনোয়ার পাশা, সিডিএ’র উপ-সচিব (ভারপ্রাপ্ত সচিব) অমল গুহ, সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস ও সিডিএ’র অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ নাজের।

আদালত সূত্র জানায়, সিডিএ’র উচ্চমান সহকারী ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মচারী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে ট্রেড ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করার অভিযোগে ২০১৪ সালের ১৩ মার্চ চাকরি থেকে অপসারণ করা হয়। এই ঘটনায় হাবিবুর রহমান চট্টগ্রামের প্রথম শ্রম আদালতে ২০১৪ সালের ১ জুন মামলা করেন। আদালত গত ২৪ জুলাই তার চাকরিচ্যুতির আদেশ বাতিল করে স্বপদে বহাল রাখার জন্য রায় দেন। রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে হাবিবুর রহমানের সব বকেয়া বেতন-ভাতা প্রদানসহ স্বপদে পুনর্বহালের নির্দেশ দেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মচারী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার চাকরি ফিরে দেওয়ার পাশাপাশি বকেয়া বেতন দেওয়ার জন্য আদালতের রায় দিয়েছিলেন। আদালতের রায় কার্যকর করেনি সিডিএ চেয়ারম্যান, সচিবসহ অন্যরা। এ কারণে আমি নতুন করে সিডিএ চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে বুধবার আদালত অবমাননার অভিযোগে প্রথম শ্রম আদালতে মামলাটি করেছি। আদালত মামলাটি আমলে নিয়ে সিডিএ চেয়ারম্যান, সচিবসহ পাঁচ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন।’

মামলার বাদীর আইনজীবী সুখময় চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালতের আদেশ অমান্য করার অভিযোগে মামলাটি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। এই মামলার পরবর্তী শুনানি ২৫ সেপ্টেম্বর। ওই দিনের মধ্যে সিডিএ চেয়ারম্যানসহ পাঁচ জনকে আদালতে হাজির হয়ে জামিন নিতে হবে।’

/এফআর/
সম্পর্কিত
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের ২১ নেতাকর্মী কারাগারে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
সর্বশেষ খবর
কান উৎসবে নিষিদ্ধ হলো ‘নগ্নতা’
কান উৎসবে নিষিদ্ধ হলো ‘নগ্নতা’
বাংলা ট্রিবিউনের এক যুগে পদার্পণে বাংলাদেশ ন্যাপের শুভেচ্ছা
বাংলা ট্রিবিউনের এক যুগে পদার্পণে বাংলাদেশ ন্যাপের শুভেচ্ছা
জমি নিয়ে সংঘর্ষে আহত ৪, কৃষকের কব্জি বিচ্ছিন্ন
জমি নিয়ে সংঘর্ষে আহত ৪, কৃষকের কব্জি বিচ্ছিন্ন
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়