X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামের যেসব এলাকায় আজ ও আগামীকাল বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৫

চট্টগ্রামে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে নগরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শুক্রবারও (২৩ সেপ্টেম্বর) থাকবে না কিছু কিছু এলাকায়। বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ রামপুরের আওতাধীন রামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের রামপুর এইচ-০৬ নং ফিডারের আওতায় মোল্লা পাড়া, নিরিবিলি আ/এ, মিয়াবাড়ি, উত্তরা আ/এ, মহুরী পাড়া, দাইয়াপাড়া, পানওয়ালাপাড়া ও রঙ্গীপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ ছাড়া শুক্রবার রামপুরের আওতাধীন ফুল চৌধুরী পাড়া, গলিচিপা পাড়া, পুলিশ বিট, অন্ধ হাফেজ মাজার, আব্বাস পাড়া (বিহারি কবরস্থান) ও নয়াবাজার (তায়েফ) এলাকায় সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া শুক্রবার ষোলশহর এলাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বায়েজিদ এলাকা, ক্লিপটন গার্মেন্টস, রেনেস্কো, এম কে স্টিল ও পার্শ্ববর্তী এলাকা এবং খন্দকিয়া বাজার, খন্দকিয়া টেম্পু স্ট্যান্ড, মাজার গেট, ভুলিয়া পাড়া, বাথুয়া ও তৎসংলগ্ন এলাকা। এ ছাড়াও গাউছিয়া আবাসিক,গ্রিন ভিউ আবাসিক, হামজারখা লেইন, পশ্চিম শহীদ নগর, উত্তর গেট, দেলোয়ার কোম্পানির বাড়ি, ফকির টিমা, মুরাদ নগর, চিকনদন্ডী, পূর্ব কুলগাঁও এলাকায় বিদ্যুৎ থাকবে না। তবে কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

চট্টগ্রাম দক্ষিণাঞ্চল বিদ্যুৎ বিতরণ বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. আকবর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, গত কদিন ধরে সরবরাহ লাইনে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ চলছে। এ কারণে প্রতিদিন কোনও না কোনও এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। তবে বন্ধ করার আগে এসব এলাকায় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়। এ ছাড়া পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়ে জানানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
রামপুরা গ্রিডে কারিগরি ত্রুটি, অন্ধকারে ঢাকার একাংশ
আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধ, লোডশেডিং বাড়ার শঙ্কা
রোজায় ২৫ ডিগ্রির নিচে এসি চালালে ব্যবস্থা: বিদ্যুৎ উপদেষ্টা
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি