X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, গ্রেফতার ৩

নোয়াখালী প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৮

নোয়াখালীতে অষ্টম শ্রেণির ছাত্রীকে (১৪) ধর্ষণের পর হাতের রগ ও গলা কেটে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগীর মা।

গ্রেফতারকৃতরা হলো—ভুক্তভোগীর প্রাইভেট শিক্ষক নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার খলিল মিয়ার ছেলে আবদুর রহিম রনি (২০) ও একই এলাকার অজি উল্যাহর ছেলে মো. সাঈদ (২০)। গ্রেফতার আরেকজনের বয়স ১৪ বছর।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ভুক্তভোগীর মা কর্মস্থল বেগমগঞ্জে যাওয়ার জন্য বের হন। এ সময় ভুক্তভোগী বাসায় ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসায় ফিরে ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগানো দেখতে পান। কাছে থাকা চাবি দিয়ে দরজার তালা খুলে ঘরে ঢুকে দেখেন, ঘরের উত্তর পাশের মেয়ের শয়নকক্ষের দরজা ভেতর থেকে আটকানো এবং ভেতরে টিভি ও ফ্যান চলছে। এ সময় সময় ঘরের বাথরুম থেকে পানি পড়ার শব্দ শোনা যাচ্ছিল। মেয়েকে অনেক ডাকাডাকি করে কোনও সাড়া-শব্দ না পেয়ে ঘরের পেছন দিকে যান। এরপর কক্ষের জানালার গ্লাস ভেঙে মেয়েকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। 

দ্রুত কক্ষের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, গলার সামনে ও বাম হাতের রগ কাটা। পুরো বিছানা রক্তে ভেজা। খাটের নিচে একটি রক্তমাখা ছোরা পড়ে ছিল। ঘরের দুই কক্ষের আলমারি ও ওয়ারড্রপে থাকা  কাপড়-চোপড় এবং অন্যান্য জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল। তবে কোনও জিনিসপত্র চুরি হয়নি। এরপর তিনি পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে থেকে লাশের সুরতহাল প্রতিবেদন করেন। এরপর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল লাশ মর্গে পাঠায়।

তদন্তকালে ভুক্তভোগীর মা পুলিশকে জানিয়েছেন, স্থানীয় সাঈদ ও এক কিশোর (১৪) তার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতো। এরপর তাদের গ্রেফতার করা হয়। তদন্তকালে জানা যায়, রনি নামে এক যুবক ভুক্তভোগীকে প্রাইভেট পড়াতেন। কিছু দিন আগে তার কাছে পড়তে অনীহা প্রকাশ করে ভুক্তভোগী। এরপর নতুন শিক্ষককের কাছে পড়া শুরু করে। এতে ক্ষুব্ধ হয় রনি। রনির মাথা, ঘাড় ও গলাসহ শরীরের একাধিক স্থানে নখের আঁচড় রয়েছে। পরে তাকে গ্রেফতার করা হয়। হত্যাকান্ডে রনি সরাসরি জড়িত মর্মে প্রাথমিকভাবে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

এদিকে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুজিব চত্বরে সচেতন নোয়াখালী বাসীর ব্যানারে কয়েকশ’ তরুণ, বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

/এসএইচ/
সম্পর্কিত
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ এক সদস্য গ্রেফতার
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বশেষ খবর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
উত্তাল চুয়েটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
‘বিএনপি যেকোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
‘বিএনপি যেকোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না