দূর থেকে দেখলে মনে হবে হ্রদের বুকে একটি দোতলা বাড়ি ভাসছে। কিন্তু এটি আসলে হাউজ বোট বা ভাসমান রিসোর্ট। পর্যটকদের ভিন্ন আনন্দ দিতে কাপ্তাই হ্রদে এই সেবা চালু হয়েছে। পুরো বোটকে একটি বাড়ির রূপ দেওয়া হয়েছে, যাতে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা।
বর্তমানে রাঙামাটিতে বেশ কয়েকটি হাউজ বোট রয়েছে। তার মধ্যে অন্যতম প্রমোদিনী, রাঙাতরী, স্বপ্নডিঙি ও মাউরুন। আগামী নভেম্বরে আরও তিনটি যুক্ত হওয়ার কথা হয়েছে। হাউজ বোটগুলোতে রয়েছে বিভিন্ন প্যাকেজ অনুসারে ভ্রমণ ট্রিপ। জনপ্রতি ছয় হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন প্যাকেজ রয়েছে। হাউজ বোটে ১০ থেকে ১২ জন থাকতে পারে। কিছু কিছু হাউজ বোটে ১৫ থেকে ১৭ জনও থাকতে পারে। যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে পরিবার-পরিজন কিংবা বন্ধু-বান্ধব নিয়ে রাঙামাটির কাপ্তাই হ্রদে বেড়াতে আসেন অনেকে। হাউজ বোট তাদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।
বন্ধুদের সঙ্গে কাপ্তাই হ্রদে বেড়াতে আসা মো. সাইফ বলেন, ‘প্রথমে ভেবেছিলাম কোনও হোটেলে উঠবো। কিন্তু বন্ধুরা বললো না, আমরা হাউজ বোটে ঘুরবো। এরপর সারাদিন রাঙাতরী হাউজ বোটে হ্রদে ঘুরে বেড়ালাম। রাতে হাউজ বোটেই ছিলাম। সে এক অন্যরকম অনুভূতি। ভীষণ ভালো লাগলো এই হাউজ বোটে ঘুরে।’
মো. আরিফ বলেন, ‘শহরে যান্ত্রিকতা আমাদেরকে আটকে রেখেছে। অফিস আর বাসা এই দুইয়ে যেনো জীবনটা আটকে রয়েছে। তাই হঠাৎ বন্ধুদের নিয়ে বেড়াতে আসলাম। বোটে রাত্রিযাপন বিষয়টি সারাজীবন মনে রাখার মতো।’
প্রমোদিনী হাউজ বোটে পরিবার নিয়ে বেড়াতে আসা জয়নাল আবেদীন ও তাসনিম আক্তার বলেন, ‘আমাদের বিয়ে হয়েছে তিন মাস আগে। বিয়ের পর এটি আমাদের প্রথম ট্যুর বলা যেতে পারে। এটি আমাদের হানিমুন ট্যুরও বলা যায়!’
প্রমোদিনী হাউজ বোটের মালিক দীপাঞ্জন দেওয়ান বলেন, ‘আমরাই প্রথম কাপ্তাই হ্রদে হাউজ বোট চালু করেছি। বর্তমানে অনেকে এটি শুরু করেছে। বিষয়টি ইতিবাচকভাবে দেখছি। সুন্দর পাহাড় ও কাপ্তাই হ্রদকে কাজে লাগিয়ে আমরা পর্যটন সেক্টরে অনেক কিছু করতে পারি। হাউজ বোট হচ্ছে পর্যটন সেক্টরের জন্য নতুন একটি উদ্যোগ। এটিকে ভালোভাবে যদি পরিচিত করতে পারি তাহলে ঢাকা-চট্টগ্রামসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানেই আসবেন। যেমনটি কেরালা ও কাশ্মিরসহ বিভিন্ন স্থানে হাউজ বোটে রাত্রিযাপন করেন পর্যটকরা।’
মাউরুম হাউজ বোটের দায়িত্বরত কর্মকর্তা উজ্জ্বল চাকমা বলেন, ‘আমরা বর্তমানে মোটামুটি সাড়া পাচ্ছি। আশা করছি সামনে পর্যটন মৌসুমে ভালো সাড়া মিলবে। হাউজ বোট হচ্ছে পর্যটনের জন্য একটি নতুন সম্ভবনা। এটিকে আরও উন্নত করা হলে পর্যটন ক্ষেত্রে ভালো ভূমিকা রাখবে এবং রাঙামাটির পর্যটন সেক্টর এগিয়ে যাবে।’
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, ‘আমরা রাঙামাটিকে পর্যটন শহর হিসেবে সাজাতে বড় প্রকল্প হাতে নিয়েছি, যা প্রক্রিয়াধীন। এটি করতে সময় লাগতে পারে। তবুও আমরা ছোট ছোট নতুন পর্যটন স্পট তৈরির কাজ শুরু করেছি। আশা করছি এগুলোর কাজ শেষ হলে পর্যটকদের বিনোদনের নতুন কিছু স্থান তৈরি হবে।’
প্রমোদিনী হাউজ বোট
# চার জনের গ্রুপ হলে জনপ্রতি খরচ ১০ হাজার টাকা।
# পাঁচ জনের গ্রুপ হলে জনপ্রতি ৮ হাজার ৪০০ টাকা।
# ৬-৮ জনের গ্রুপ হলে জনপ্রতি ৭ হাজার ২৫০ টাকা।
# ৯-১০ জনের গ্রুপ হলে জনপ্রতি ৭ হাজার টাকা।
ছুটির দিনের রেট
# চার জনের গ্রুপ হলে জনপ্রতি খরচ ১০ হাজার ৫০০ টাকা।
# পাঁচ জনের গ্রুপ হলে জনপ্রতি খরচ ৯ হাজার টাকা।
# ৬-৮ জনের গ্রুপ হলে জনপ্রতি খরচ ৭ হাজার ৭৫০ টাকা।
# ৯-১০ জনের গ্রুপ হলে জনপ্রতি খরচ ৭ হাজার ৫০০ টাকা।
রাঙাতরী হাউজ বোট
হাউজ বোটে কাপ্তাই হ্রদে ভ্রমণ বিলাস মাত্র ৩৫০০ টাকা থেকে শুরু।
# প্যাকেজ: এক দিন এক রাত
চেক ইন টাইম: সকাল ১০ টা
চেক আউট টাইম: পরদিন সকাল ৯টা
প্যাকেজে যা যা আছে
প্রথমদিন: সকালের নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবার। দ্বিতীয় দিন: সকালের নাস্তা। এক রাত বোটে রাত্রিযাপন।
প্যাকেজ রেট
# ১০ জনের টিমের ক্ষেত্রে জনপ্রতি ৩৫০০ টাকা।
# ৮ জনের টিমের ক্ষেত্রে জনপ্রতি ৪০০০ টাকা।
# ৬ জনের টিমের ক্ষেত্রে জনপ্রতি ৪৫০০ টাকা।
স্বপ্নডিঙি হাউজ বোট
# একদিন ও এক রাতের ট্যুর প্যাকেজ প্রতিজন ৪ হাজার ৫০০ টাকা।
# ক্যাপাসিটি ১২ জন।
# কেবিন ৬টি।
# এটাস বাথ কাপল রুম চারটি।
# কমন বাথ কাপল রুম দুটি।
# টয়লেট ৬টা (৫টি হাই কমোড ও ১টি লো কমোড)।
# রুফটপ প্রিমিয়াম ডাইনিং।