X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

কর্ণফুলী ও ফটিকছড়িতে নির্বাচন: আ.লীগ ছাড়া নেই অন্য দলের প্রার্থী 

চট্টগ্রাম প্রতিনিধি
০১ নভেম্বর ২০২২, ১৭:৪৪আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৭:৪৪

বুধবার (২ নভেম্বর) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ও ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী থাকলেও অন্য কোনও দলের প্রার্থী এ নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন আওয়ামী লীগ নেতারা। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) নির্বাচনে ভোটগ্রহণ হবে। নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনি কর্মকর্তারা।

কর্ণফুলী উপজেলা নির্বাচন
কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দু’জন, ভাইস চেয়ারম্যান পদে তিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ফারুক চৌধুরী (নৌকা) ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুলধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির আহমদ (চশমা), উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. মহিউদ্দিন মুরাদ (উড়োজাহাজ), মো. আবদুল হালিম (তালা)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিকলবাহার সাবেক চেয়ারম্যান আবুল কালাম বকুলের মেয়ে ডা. ফারহানা মমতাজ (ফুটবল), মোমেনা আক্তার (কলস), বানাজা বেগম (হাঁস) এবং রানু আকতার (বৈদ্যুতিক পাখা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার এক লাখ ১৬ হাজার ৫৭২ জন। উপজেলা গঠনের পর এটিই দ্বিতীয় নির্বাচন। নির্বাচনে ৪২টি কেন্দ্রের ৩২০টি বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। নির্বাচনে ৪৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৩২০ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৬২০ জন পোলিং কর্মকর্তা কাজ করবেন। 

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে।’

ফটিকছড়ি পৌরসভা নির্বাচন
এদিকে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ হবে। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। অভিযোগ-পাল্টা অভিযোগের সংখ্যাও বেড়েছে। ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এএসএম মিনহাজুল ইসলাম জসিম (মোবাইল) ও কামাল পাশা চৌধুরী (নারকেল গাছ) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে সাত জন, সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৮ কেন্দ্রে মোট ভোটার ৩৫ হাজার সাত জন। ইভিএমের মাধ্যমে এ ভোটগ্রহণ হবে।

চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফটিকছড়ি পৌরসভা ও কর্ণফুলী উপজেলা নির্বাচনকে ঘিরে ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বহিরাগতদের এলাকা ছাড়তে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সব কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন।’

/টিটি/
সম্পর্কিত
‘সরকারের ব্যর্থতার কারণে জনগণ দ্রুত নির্বাচন চায়’
আ লীগের দোসররা নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে: ফারুক
মুখোমুখি অবস্থানে মার্কোস-দুতার্তেফিলিপাইনে মধ্যবর্তী নির্বাচনের ভোট চলছে
সর্বশেষ খবর
দেখতে এসে জুয়েলার্স থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন দুই নারী
দেখতে এসে জুয়েলার্স থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন দুই নারী
পিএসএলে দল পেয়েছেন সাকিব
পিএসএলে দল পেয়েছেন সাকিব
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
নার্সিং শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, কর্মসূচি প্রত্যাহার
নার্সিং শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, কর্মসূচি প্রত্যাহার
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
হেরেছিলেন ১১ ভোটে: সাড়ে তিন বছর পর আদালতের রায়ে ৪৬৬ ভোটে বিজয়ী
হেরেছিলেন ১১ ভোটে: সাড়ে তিন বছর পর আদালতের রায়ে ৪৬৬ ভোটে বিজয়ী
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ