X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের সঙ্গে এসআইয়ের দুর্ব্যবহার

বান্দরবান প্রতি‌নি‌ধি
১৭ নভেম্বর ২০২২, ২১:১৭আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ২১:১৭

বান্দরবান বিশ্ববিদ্যালয় ভবনের লিফট থেকে এক কিশোরীর লাশ উদ্ধারের সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এ সময় সাংবাদিকদের সঙ্গে রূঢ় আচরণ করেন ওই পুলিশ কর্মকর্তা। তিনি বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কা‌রিমুজ্জামা‌ন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকালে বান্দরবান বিশ্ববিদ্যালয় ভব‌নের ২ নম্বর গেটের গা‌ড়ি পা‌র্কিংয়ের সাম‌নে এ ঘটনা ঘ‌টে।

বিষয়‌টি তদন্ত করে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দি‌য়ে‌ছেন বান্দরবানের পু‌লিশ সুপার মো. তা‌রিকুল ইসলাম। তি‌নি ব‌লেন, ‘বিষয়‌টি আমি দেখছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলা ট্রিবিউনের বান্দরবান প্রতিনিধি মো. নজরুল ইসলাম ও দৈনিক সাঙ্গুর সি‌নিয়র সাংবা‌দিক এইচ এম সম্রাট জানিয়েছেন, বান্দরবান বিশ্ববিদ্যালয় ভব‌নের লিফ‌টে এক‌ কিশোরীর লাশ ও নিরাপত্তাপ্রহরী নুরুল আমিন আটকে আছেন বলে খবর পান স্থানীয় সাংবাদিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, নজরুল ইসলাম ও এইচ এম সম্রাটসহ কয়েকজন সাংবা‌দিককে সংবাদ সংগ্রহে বাধা দেন এসআই কা‌রিমুজ্জামান। এ সময় তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী শহরের বাদশা মিয়া ও ইব্রা‌হিম জানান, আজ‌ সবার সাম‌নে সাংবাদিক‌দের সঙ্গে খুব খারাপ আচরণ ক‌রে‌ছেন এসআই কা‌রিমুজ্জামান। তিনি অনেক গালিগালাজ করেছেন। এটি উচিত হয়নি তার। অথচ সাংবাদিকরা একপাশে দাঁড়িয়ে সংবাদ সংগ্রহ করেছিলেন। তিনি কেন এমন আচরণ করেছেন তা আমাদের জানা নেই।

সি‌নিয়র সাংবা‌দিক এইচ এম সম্রাট বলেন, ‘ঘটনাস্থ‌লে শত শত লোকজন ছিলেন। এসআই কা‌রিমুজ্জামান কাউকে বাধা না দি‌য়ে শুধু সাংবা‌দিক‌দের সংবাদ সংগ্রহে বাধা দি‌য়ে‌ছেন। বাধা দেওয়ার সময় তি‌নি সি‌ভিল পোশা‌কে ছি‌লেন। সি‌ভিল পোশাক থে‌কেও এ ধরনের বাধা দেওয়া ন্যক্কারজনক।’

এ বিষয়ে জানতে চাইলে এসআই কা‌রিমুজ্জামান বলেন, ‘আসলে ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড় ছিল। মানুষজনকে সরাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে ওই ঘটনা ঘটেছে। আসলে কি থেকে কি হয়ে গেছে বুঝতে পারিনি। এটি ভুল বোঝাবুঝি থেকে হয়েছে।’

এর আগে দুপুরে বান্দরবান বিশ্ববিদ্যালয় ভবনের লিফট থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়। একই লিফটে আটকা পড়ে ভবনের নিরাপত্তাপ্রহরী আহত হ‌য়ে‌ছেন। লাশ ও আহত ব্যক্তিকে উদ্ধার ক‌রে বান্দরবান হাসপাতালে নেওয়া হয়। ওই কিশোরীর নাম সা‌বেকুন্নাহার (১৩)। সে সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুসের ছেলে সো‌হে‌লের বাসায় গৃহপরিচারিকার কাজ করতো। তার বাড়ি বান্দরবানের গোয়া‌লিয়া‌খোলা। নিরাপত্তা প্রহরীর নাম নুরুল আমিন।

/এএম/
সম্পর্কিত
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে ৬ মাসের শিশুর লাশ উদ্ধার
অপরাধ প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসরে পুলিশ সুপার
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা