X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ঋণের ৯৩৬ কোটি টাকা দেয়নি নুর জাহান গ্রুপ, গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ জানুয়ারি ২০২৩, ২১:৪৪আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২২:০১

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ৯৩৬ কোটি টাকা ঋণখেলাপির মামলায় নুর জাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ রতন এবং তার ভাই পরিচালক টিপু সুলতানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১০ জানুয়ারি) চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, নুর জাহান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মারবীন ভেজিটেবল অয়েল লিমিটেডের নামে অগ্রণী ব্যাংক আগ্রাবাদ করপোরেট শাখা থেকে এই ঋণ নেওয়া হয়। ঋণের টাকা সময়মতো পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ নুর জাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ রতন ও টিপু সুলতানের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ ২০১৩ সালে জহির আহমেদ রতন এবং তার ভাই টিপু সুলতানের বিরুদ্ধে ঋণের ৩৩০ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৪৩৭ টাকা আদায়ে আদালতে মামলা করেন। মামলার রায়ে ওই টাকার ওপর আরও ১২ শতাংশ হারে সুদসহ পরিশোধের নির্দেশ দেন আদালত। রায়ের ৬০ দিনের মধ্যে ঋণের টাকা ১২ শতাংশ সুদসহ পরিশোধ করতে ঋণ গ্রহীতাদের নির্দেশ দেওয়া হয়। উক্ত সময়ে ওই টাকা পরিশোধ না করায় ২০২২ সালের ৪ অক্টোবর ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে ৯৩৬ কোটি ৫০ লাখ ৭৯ হাজার ১৭৩ টাকা আদায়ে মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ।’

আদালত সূত্র জানায়, ঋণ আদায়ের ঘটনায় আদালতে মামলা করার ১০ বছর অতিক্রান্ত হলেও ঋণ গ্রহীতারা কোনও পাওনা পরিশোধ করেনি। বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায়ে বাধ্য করার প্রয়াস হিসেবে ব্যাংক কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জহির আহমেদ রতন ও টিপু সুলতানের বিরুদ্ধে পাঁচ মাসের আটকাদেশ দেওয়া হয়েছে।

রেজাউল করিম জানান, অন্য মামলায় টিপু সুলতান বর্তমানে কারাগারে আছেন। তাকে এ মামলায়ও গ্রেফতার দেখানো হয়েছে। জহির আহমেদ রতনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের ২১ নেতাকর্মী কারাগারে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি নেতা আসাদুল হাবিবসহ ৪৫ আসামি খালাস
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ
আ.লীগ কার্যালয় থেকে ‘চর উন্নয়ন কমিটির’ সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে
আ.লীগ কার্যালয় থেকে ‘চর উন্নয়ন কমিটির’ সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে
ঐকমত্য কমিশনের সঙ্গে সিপিবির আলোচনা
ঐকমত্য কমিশনের সঙ্গে সিপিবির আলোচনা
রাশিয়ার ক্রাকোভ কনস্যুলেট বন্ধের ঘোষণা পোল্যান্ডের
রাশিয়ার ক্রাকোভ কনস্যুলেট বন্ধের ঘোষণা পোল্যান্ডের
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়