X
রবিবার, ২৬ মার্চ ২০২৩
১২ চৈত্র ১৪২৯

চুলা থেকে আগুন লাগে ঘরে, ঘুমন্ত অবস্থায় অঙ্গার ৫ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ জানুয়ারি ২০২৩, ১৫:৪৭আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১৫:৫০

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও প্রশাসন জানিয়েছে, চুলা থেকে সৃষ্ট আগুন ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় মারা গেছেন তারা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মহাজন পাড়ায় এই ঘটনা ঘটে। 

মৃতরা হলেন—মহাজন পাড়ার অটোরিকশাচালক খোকন বসাকের বাবা কাঙ্গাল বসাক (৭০), মা ললীতা বসাক (৬০), স্ত্রী লাকী বসাক (৩২), ছেলে শৌরভ বসাক (১২) ও মেয়ে শয়ন্তী বসাক (৪)। এ ঘটনায় দগ্ধ খোকন বসাককে (৪২) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ললীতা বসাক, কাঙ্গাল বসাক ও লাকী বসাক

চট্টগ্রাম জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুল হামিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। বসতঘর লাগোয়া রান্নাঘরে অনেক লাকড়ি মজুত ছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বের হওয়ার দরজা ছিল মাত্র একটি। পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় থাকায় আগুন লাগার বিষয়টি অনেক পরে টের পান। ঘরের সব দরজা বন্ধ থাকায় পাঁচ জনের মৃত্যু হয়েছে।’

আরও পড়ুন: আগুনে পুড়ে প্রাণ গেলো একই পরিবারের ৫ জনের

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে নশকতা নয়, চুলার আগুন থেকেই এই ঘটনা ঘটেছে। সেমিপাকা ঘরটিতে বের হওয়ার দরজা ছিল মাত্র একটি। এছাড়া দুই কক্ষের যে দরজা ছিল সেগুলোও লোহার। আগুনের কারণে দরজাগুলো গরম হয়ে যায়। এ কারণে খোলা যায়নি। ঘরের ভেতর লাকড়ি মজুত থাকায় সেগুলোতে আগুন ধরে ধোঁয়া সৃষ্টি হয়। পাশাপাশি আগুন ঘরের সঙ্গে লাগানো সিএনজিচালিত অটোরিকশায় ধরে যায়। এ কারণে ঘর থেকে বের হওয়া আরও বেশি কষ্টকর হয়ে পড়ে। সব দিক বিবেচনা করে মনে হচ্ছে, আগুনের ঘটনা নাশকতা নয়, চুলার আগুন থেকেই এটি ঘটেছে।’

খোকন বসাক

তিনি আরও জানান, ‘আগুনে নিহত পাঁচ জনকে সৎকারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। খোকন বসাকের একটি অটোরিকশা পুড়ে গেছে। তাই তাকে একটি নতুন অটোরিকশা কিনে দেওয়া ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়া বৌদ্ধ ধর্মীয় সংগঠন থেকেও আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে।’ 

আরও পড়ুন: খোকনের আর কেউ রইলো না

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক আনিসুর রহমান জানান, রাত ২টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেমিপাকা ঘরটির রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অটোরিকশা আগুনে পুড়ে গেছে খোকন বসাকের অটোরিকশা

উদ্ধারকর্মী ও স্থানীয়রা জানান, বসতঘরের জানালার গ্রিল কেটে আগুনে দগ্ধ হয়ে মৃত পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়। আগুনে খোকন বসাকের অটোরিকশাটিও ভস্মীভূত হয়েছে।

অটোরিকশাচালক খোকন বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সেমিপাকা ঘরে বসবাস করতেন। তিন কক্ষবিশিষ্ট ঘরটিতে বের হওয়ার দরজা ছিল মাত্র একটি। স্থানীয়দের ধারণা, রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে সেখানে মজুতকৃত বিপুল পরিমাণ কাঠের লাকড়ির মাধ্যমে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) ও রাঙ্গুনিয়া থানার ওসিসহ পুলিশ ফোর্স এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিলকী বলেন, ‘খোকন বসাকের ডান হাত এবং পিঠ পুড়ে গেছে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছে, খোকনের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।’

/এসএইচ/
আগুনে পুড়েছে বসতভিটা-বইপত্র, এইচএসসি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় লিমা
বিদ্যুতের লাইন ঠিক করতে গিয়ে প্রাণ গেলো কিশোরের
থানচি বাজারে আগুন, পুড়‌লো অর্ধশতাধিক দোকান
সর্বশেষ খবর
জাতীয় স্মৃতিসৌধে ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধে ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
রমজান ঘিরে জমজমাট সিডনির রাত্রিকালীন মার্কেট
রমজান ঘিরে জমজমাট সিডনির রাত্রিকালীন মার্কেট
‘অর্থনৈতিক মুক্তিই স্বাধীনতা দিবসের অঙ্গীকার’
‘অর্থনৈতিক মুক্তিই স্বাধীনতা দিবসের অঙ্গীকার’
জিয়া ছিলেন মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর: তথ্যমন্ত্রী
জিয়া ছিলেন মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর: তথ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
৭০ বছর বয়সে বিয়ের কারণ জানালেন সেই কলেজশিক্ষক
৭০ বছর বয়সে বিয়ের কারণ জানালেন সেই কলেজশিক্ষক
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও হ্যান্ডলিং করতে চায় জাপান
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও হ্যান্ডলিং করতে চায় জাপান
শুকিয়ে যাওয়া তিস্তা নদী হঠাৎ পানিতে টইটম্বুর
শুকিয়ে যাওয়া তিস্তা নদী হঠাৎ পানিতে টইটম্বুর
পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বললেন এরদোয়ান
পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বললেন এরদোয়ান
ওসি হারুন এতো সহজে হারে না: ‘মহানগর ২’
ওসি হারুন এতো সহজে হারে না: ‘মহানগর ২’