X
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
১০ চৈত্র ১৪২৯
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচন

সংসদ থেকে পদত্যাগ করে আবারও এমপি হলেন সাত্তার ভূঁইয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২৮আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২৮

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে আবারও জয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। ১৩২টি কেন্দ্রের প্রাপ্ত ফলে কলার ছড়ি প্রতীকে তিনি পেয়েছেন ৪৪ হাজার ৯১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আবদুল হামিদ ভাসানী লাঙল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৬৩৫ ভোট।

পাশাপাশি ‘নিখোঁজ’ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ মোটরগাড়ি প্রতীকে পেয়েছেন তিন হাজার ২৬৯ ভোট, জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন এক হাজার ৮১৮ ভোট এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানো জাতীয় পার্টির দুবারের সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা আপেল প্রতীকে পেয়েছেন ৪৮৪ ভোট।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন কার্যালয়ে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহগীর আলম এই ফল ঘোষণা করেন। একইসঙ্গে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন তিনি। 

নির্বাচন কমিশন সূত্র জানায়, বিএনপির ছয় সংসদ সদস্য পদত্যাগের পর গত ১১ ডিসেম্বর ছয়টি আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

১৭টি ইউনিয়নের ১৩২ কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। এখানে তিন লাখ ৭৩ হাজার ৩১৩ ভোটার। এই নির্বাচনে অংশ নিতে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ৮ জানুয়ারি যাচাই-বাছাইয়ের পর পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বৈধ ঘোষিত আট প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের তিন স্বতন্ত্র প্রার্থী দলীয় সিদ্ধান্তে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এরই মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ান জাতীয় পার্টির দুবারের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা। তারা সরে দাঁড়ানোর ফলে জয়ের পথ সহজ হয়ে যায় আব্দুস সাত্তার ভূঁইয়ার। 

সবশেষ সাত্তার ভূঁইয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাসানী, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ।

/এএম/
সর্বশেষ খবর
প্লাস্টিক পণ্যের দাপটে হারিয়ে যাচ্ছে মাটির তৈজসপত্র
প্লাস্টিক পণ্যের দাপটে হারিয়ে যাচ্ছে মাটির তৈজসপত্র
স্বল্প আয়ের মানুষের চোখ ওএমএসের ট্রাকে
স্বল্প আয়ের মানুষের চোখ ওএমএসের ট্রাকে
কালো বীজে চাষির সোনালী স্বপ্ন
কালো বীজে চাষির সোনালী স্বপ্ন
আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্র-কানাডার চুক্তি
আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্র-কানাডার চুক্তি
সর্বাধিক পঠিত
৭০ বছর বয়সে এসে বিয়ে করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক
৭০ বছর বয়সে এসে বিয়ে করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক
অস্ট্রেলিয়ান নায়িকার সঙ্গে হোটেলে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন শাকিব
আদালতে দেওয়া জবানবন্দিঅস্ট্রেলিয়ান নায়িকার সঙ্গে হোটেলে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন শাকিব
শনিবার খোলা থাকবে ব্যাংক
শনিবার খোলা থাকবে ব্যাংক
স্বামীকে হত্যার জন্য ৫০ হাজার টাকায় খুনি ভাড়া করেন স্ত্রী, কাজ শেষে দেন ৫০০
স্বামীকে হত্যার জন্য ৫০ হাজার টাকায় খুনি ভাড়া করেন স্ত্রী, কাজ শেষে দেন ৫০০
রোজার নিয়ত কী, কীভাবে করবেন?
রোজার নিয়ত কী, কীভাবে করবেন?