X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

চন্দ্রনাথ পাহাড়ের নিচ থেকে একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৭

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের নিচ থেকে আশুতোষ নাথ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনও তিন জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে একজন পুরুষ, দুজন নারী। 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) তার লাশ উদ্ধার করা হয়। আশুতোষ নাথ (৪০) সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের একটি ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সনাতন ধর্মাবলম্বীদের শিবচতুর্দশী মেলা আয়োজন কমিটির সাধারণ সম্পাদক বাবুল শর্মা। তিনি বলেন, ‘সকালে পাহাড়ের নিচে এক ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয় লোকজন। বিষয়টি পুলিশকে জানান তারা। পরে লাশ উদ্ধার করে পুলিশ। আশুতোষ নাথ মেলা আয়োজক কমিটির সংস্কৃতিবিষয়ক সম্পাদক স্বপন কুমার নাথের প্রতিবেশী।’

বাবুল শর্মা আরও বলেন, ‘গত কয়েকদিন ধরে আশুতোষ নাথ নিখোঁজ ছিলেন। তার সন্ধান চেয়ে স্বজনরা থানায় জিডি করেছিলেন। আজ লাশ উদ্ধার করলো পুলিশ। পাশাপাশি ৭০ বছরের এক বৃদ্ধার সন্ধান চেয়ে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছেন স্বজনরা। তার সন্ধান চেয়ে সীতাকুণ্ড মডেল থানায় জিডি করা হয়েছে। তবে এখনও তার সন্ধান মেলেনি।’ 

মেলা আয়োজক কমিটির সংস্কৃতিবিষয়ক সম্পাদক স্বপন কুমার নাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আশুতোষ নাথ আমার নিকট আত্মীয়। শিবচতুর্দশী মেলা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক লাখ পুণ্যার্থীর সমাগম হয় চন্দ্রনাথ ধামে। সেখানে গিয়েছিলেন আশুতোষ নাথ। গত শনিবার রাত আড়াইটার দিকে চন্দ্রনাথ ধাম থেকে নামার পথে সিঁড়ি ভেঙে দুজন নিচে পড়ে যান বলে খবর ছড়িয়ে পড়ে। এরপর থেকে নিখোঁজ ছিলেন আশুতোষ। হয়তো সিঁড়ি ভেঙে খাদে পড়ে মারা গেছেন তিনি।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘চন্দ্রনাথ ধামের পাহাড়ের নিচ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তি কীভাবে মারা গেছেন, তা নিশ্চিত হতে পারিনি আমরা। তবে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। তার সন্ধান চেয়ে স্বজনরা জিডি করেছিলেন।’ 

ওসি আরও বলেন, ‘গত তিন দিনে সীতাকুণ্ড থানায় চার জন নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এর মধ্যে একজনের লাশ উদ্ধার হলো। এখনও তিন জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে দুজন নারী, একজন পুরুষ।’

স্থানীয় সূত্র জানায়, সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে গত শুক্রবার থেকে তিন দিনের সনাতন ধর্মাবলম্বীদের শিবচতুর্দশী মেলা শুরু হয়। প্রতি বছর এই মেলা তিন দিনের হলেও এবার তিথির কারণে হয়েছে চার দিন। এ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক লাখ পুণ্যার্থীর সমাগম হয়।

/এএম/
সম্পর্কিত
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!