X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

২৫ মার্চ কালরাত স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতি প্রজ্বালন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ মার্চ ২০২৩, ০৩:৫২আপডেট : ২৬ মার্চ ২০২৩, ০৫:৩৫

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে ইতিহাসের অন্যতম বর্বর হত্যাকাণ্ড ঘটিয়েছিল তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা। অসংখ্য নিরীহ সাধারণ মানুষ সেইদিন শহীদ হয়। আজ শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে হাজারো মোমবাতি প্রজ্বালন করে গণহত্যার শিকার সেই শহীদদের স্মরণ করা হয়।

মোমবাতি প্রজ্বালন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এসময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ২৫ মার্চ কালরাত স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতি প্রজ্বালন

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথিসহ সব শ্রেণি-পেশার সাধারণ মানুষর কণ্ঠে একটি দাবী ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যাটি যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়।

গণহত্যা দিবস সম্পর্কে বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী জানান, পৃথিবীর ইতিহাসে এমন বর্বর হত্যাকাণ্ড আর কোথাও সংঘটিত হয়নি। আজকের এই গণহত্যা দিবসের রাতে আমরা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এই নারকীয় হত্যাকাণ্ডকে জাতিসংঘ যেন দ্রুত গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে সেই দাবি জানাচ্ছি।

বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ জানান, এই বর্বর হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল। এ হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে এই হত্যাকাণ্ডের স্বীকৃতি দেওয়ার দাবি জানাচ্ছি।

এদিকে  হাজার মোমবাতি প্রজ্বালন কার্যক্রমের উদ্বোধন শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো.শাহগীর আলম জানান, আজকের মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে ২৫শে মার্চ কী ঘটেছিল তা নতুন প্রজন্ম জানবে। তিনি বলেন, সেইদিন যারা পাকিস্তানি বাহিনীর ভয়ে পালিয়ে যাননি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রকাশ করছি। পাশাপাশি ২৫ মার্চ কালরাতে যারা বর্বর হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এবং আত্মাহুতি দিয়েছিলেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

এদিকে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, আজকের এই দিনে কালরাত্রিতে যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। এই দিনে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙ্গালির উপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা তাদের ধিক্কার জানাই।

অনুষ্ঠান চলাকালে ২৫ মার্চ কালরাত্রিতে নিহত শহীদদের স্মরণ করে আবৃত্তি পরিবেশন করে তিতাস আবৃত্তি সংগঠন।

/এমএস/
সম্পর্কিত
স্বাধীনতা দিবসে প্রধান উপদেষ্টাকে নরেন্দ্র মোদির বার্তা
স্বাধীনতা দিবস উপলক্ষে ট্রাম্পের শুভেচ্ছা
পাকিস্তানপন্থিরা প্রতিশোধ নিচ্ছে: জাসদ
সর্বশেষ খবর
আইপিএল খেলতে অনাগ্রহীদের পাশে থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়া
আইপিএল খেলতে অনাগ্রহীদের পাশে থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়া
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০৬০৮ বাংলাদেশি, মৃত্যু ৬
হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০৬০৮ বাংলাদেশি, মৃত্যু ৬
ভারতের সঙ্গে সংঘাত বড় ধরনের আর্থিক প্রভাব ফেলবে না: পাকিস্তানের অর্থমন্ত্রী
ভারতের সঙ্গে সংঘাত বড় ধরনের আর্থিক প্রভাব ফেলবে না: পাকিস্তানের অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি