চট্টগ্রাম ফটিকছড়ির ভুজপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৮ মে) বেলা ১১টায় উপজেলার ভুজপুর থানার গহিরা-হেয়াকো সড়কের দাঁতমারার মাল্টা বাগান এলাকায় রামগড়গামী একটি বাসচাপায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দাঁতমারা ইউনিয়নের ৪নং ওয়ার্ড চুড়ামনি এলাকার আব্দুল করিমের ছেলে সাহাব উদ্দিন (২০) ও একই এলাকার মনু মিয়ার ছেলে দৌলত খান (২৪)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজের হোসাইন বলেন, ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক গালিব জানান, বেলা সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দৌলত খানকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চমেক হাসপাতালে নেওয়ার পথে সাহাব উদ্দিনও মারা যান।