X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

১৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

ফেনী প্রতিনিধি
১৫ জুন ২০২৩, ০৯:৫১আপডেট : ১৫ জুন ২০২৩, ১১:১০

ফেনীর ফুলগাজীতে অটোরিকশাচালক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুমন চন্দ্র রায়কে ১৩ বছর পর গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (১৪ জুন) সকালে চট্টগ্রাম র‌্যাব-৭-এর ফেনী কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার সুমন চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার পূর্ব দুর্গাপুর গ্রামের হারাধন চন্দ্র রায়ের ছেলে। 

স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেফতার এড়াতে নাম ও ঠিকানা পরিবর্তন করে দীর্ঘ ১৩ বছর রংপুর এলাকায় বাস করছিলেন আসামি। মঙ্গলবার (১৩ জুন) রাতে তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুমনকে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, মুলকত আহাম্মদ কালা মিয়া সিএনজিচালিত অটোরিকশাচালক নিয়ে ২০১০ সালের ১৮ নভেম্বর সন্ধ্যায় ফেনীর পরশুরাম থেকে যাত্রী নিয়ে ফুলগাজী থানাধীন মুন্সিরহাটের উদ্দেশে রওনা হন। এরপর থেকে তার স্বজনেরা কালা মিয়ার মোবাইল ফোনটি বন্ধ পান। পরদিন ১৯ নভেম্বর রাত ৩টার দিকে ভিকটিমের ভাই স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন ফুলগাজী থানাধীন ধলিয়া জগৎপুর এলাকায় একটি মরদেহ পাওয়া গেছে। পরে তিনি সেখানে গিয়ে মরদেহটি তার ভাইয়ের বলে শনাক্ত করেন। তবে ভিকটিমের অটোরিকশা ও মোবাইল ফোন পাওয়া যায়নি। 

এ ঘটনায় নিহতের ভাই ফখরুল বাদী হয়ে পরদিন ফেনীর ফুলগাজী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এরপর থেকে আসামিরা পলাতক ছিলেন। পরে সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের অনুপস্থিতিতে ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি কালা মিয়াকে হত্যার দায়ে সুমনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অন্য তিনজনকে মৃত্যুদণ্ড দেন আদালত।

/আরআর/
সম্পর্কিত
শেওড়াপাড়ায় দুই বোন খুন: মাস্ক-ক্যাপ পরা সেই ব্যক্তি গ্রেফতার
শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব বিটুসহ কারাগারে ৩
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
ইয়ামালের প্রশংসায় ফ্লিক
ইয়ামালের প্রশংসায় ফ্লিক
কাতারের কাছ থেকে বিলাসবহুল বিমান উপহার নিচ্ছেন ট্রাম্প
কাতারের কাছ থেকে বিলাসবহুল বিমান উপহার নিচ্ছেন ট্রাম্প
যৌতুকের মিথ্যা মামলা করায় বাদীকে জরিমানা
যৌতুকের মিথ্যা মামলা করায় বাদীকে জরিমানা
পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করুন: প্রধান উপদেষ্টা
পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করুন: প্রধান উপদেষ্টা
সর্বাধিক পঠিত
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো