X
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
১৩ অগ্রহায়ণ ১৪৩০

৫১৭ পর্যটক নিয়ে সেন্টমার্টিন গেলো জাহাজ

টেকনাফ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:২০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:২০

৫১৭ পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে ‘বার আউলিয়া’ নামের একটি জাহাজ। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফের দমদমিয়া জেটি ঘাট থেকে ৫১৭ জন পর্যটক নিয়ে যাত্রা করে। বেলা ১২টার পরে  জাহাজটি দ্বীপে পৌঁছাবে।

সরেজমিনে দেখা যায়, বুধবার সকাল থেকে টেকনাফ দমদমিয়াস্থলে বার আউলিয়া পর্যটকবাহী জাহাজ জেটি ঘাটে ভিড় করেন ভ্রমণে আসা পর্যটকরা। এ সময় কোস্ট গার্ড, নৌ-পুলিশসহ বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তারা তদারকির দায়িত্বে পালন করেন।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রামের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নয়ন শীল জানান, কোনও জাহাজ যাতে অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে সেজন্য তদারকি করছি। প্রথম দিনে ৫১৭ জন যাত্রী নিয়ে বার আউলিয়া জাহাজ সেন্টমার্টিন রওনা করেন। এ জাহাজে সাড়ে ৮০০ যাত্রী ধারণ ক্ষমতা আছে।

ভ্রমণে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমির হামজা বলেন, দ্বিতীয় বারের মতো প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ঘুরতে এসেছি, খুব আনন্দ লাগছে। আমাদের দলে ২০ জন আছে। তবে আসার পথে টেকনাফের মাঝপথে রাস্তার অবস্থা খুব খারাপ ছিল।

জানতে চাইলে কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টুয়াক) সিনিয়র সহ-সভাপতি হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, জেলা প্রশাসকের ছাড়পত্র নিয়ে প্রথমদিনে আমাদের জাহাজে ৫১৭ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনে রওনা দিয়েছে। সমুদ্রের পরিবেশ শান্ত দেখা গেছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনানা চৌধুরী জানান, বুধবার সকালে ওই পর্যটকবাহী জাহাজে করে ৫০০ এর বেশি ভ্রমণকারী সেন্টমার্টিনে রওনা দিয়েছে। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পরীক্ষামূলকভাবে এ জাহাজগুলো চলাচল শুরু করেছে। পর্যটকদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।

সর্বশেষ গত বছরের মার্চের মাঝামাঝি টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল করেছিল। ওই সময় টেকনাফ-সেন্টমার্টিন থেকে কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, আটলান্টিক, শহীদ আব্দুস সালাম, এমভি পারিজাত, এমভি রাজ হংস, সুকান্ত বাবু, এমভি বে ক্রুজ এবং এমভি বার আউলিয়া জাহাজ চলাচল করতো।

/এফআর/
সম্পর্কিত
দুই দিন পর ফিরলেন সেন্টমার্টিনে আটকে পড়া ৭০০ পর্যটক
বৈরী আবহাওয়ায় বন্ধ জাহাজ চলাচল, দ্বীপে আটকা ১৫০ পর্যটক
সেন্টমার্টিন দ্বীপে চলছে ছয় শতাধিক যান, মাসে ১০ লাখ টাকা ‘চাঁদাবাজি’
সর্বশেষ খবর
বিশ্বে ৫০ লাখ ৫৩ হাজার প্রবাসী, চট্টগ্রাম বিভাগের নাগরিক বেশি
বিশ্বে ৫০ লাখ ৫৩ হাজার প্রবাসী, চট্টগ্রাম বিভাগের নাগরিক বেশি
সিলেটে নৌকার বিপক্ষে লড়বেন যারা
সিলেটে নৌকার বিপক্ষে লড়বেন যারা
নোয়াখালীতে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি, পুলিশ-সাংবাদিকসহ আহত ৫
নোয়াখালীতে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি, পুলিশ-সাংবাদিকসহ আহত ৫
মনিপুর ও মিয়ানমারে লুট হওয়া অস্ত্র সীমান্ত পেরিয়ে দেশে ঢোকার শঙ্কা
মনিপুর ও মিয়ানমারে লুট হওয়া অস্ত্র সীমান্ত পেরিয়ে দেশে ঢোকার শঙ্কা
সর্বাধিক পঠিত
ডিসেম্বরেই মতিঝিল পর্যন্ত পুরোদমে মেট্রোরেল চালুর পরিকল্পনা
ডিসেম্বরেই মতিঝিল পর্যন্ত পুরোদমে মেট্রোরেল চালুর পরিকল্পনা
ভারতের হারে ‘উল্লাস’: চঞ্চলে উত্তেজনা, মোশাররফে স্বস্তি!
ভারতের হারে ‘উল্লাস’: চঞ্চলে উত্তেজনা, মোশাররফে স্বস্তি!
বদলে যাচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ের সূচি, কমবে ভ্রমণসময়
বদলে যাচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ের সূচি, কমবে ভ্রমণসময়
আজকের আবহাওয়া: লঘুচাপের সর্বশেষ আপডেট
আজকের আবহাওয়া: লঘুচাপের সর্বশেষ আপডেট
শিশুকে যৌন নির্যাতন, যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের দণ্ড
শিশুকে যৌন নির্যাতন, যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের দণ্ড