X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২
বঙ্গবন্ধু টানেল নিয়ে থিম সং 

‘বাংলার মুকুটে যোগ হলো আরও এক রঙিন পালক’

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
২৬ অক্টোবর ২০২৩, ১৬:৪৭আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৬:৪৭

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হয়েছে দক্ষিণ এশিয়া তথা দেশের একমাত্র সুড়ঙ্গপথ ‘টানেল’। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ টানেলের নামকরণ করা হয়েছে। এটি নির্মাণে সময় লেগেছে দীর্ঘ সাত বছর। আগামী শনিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই উপস্থিত থেকে এ টানেল প্রকল্পের উদ্বোধন করবেন। 

স্বপ্নের এই টানেল প্রকল্পের সঙ্গে মিশে আছে দেশের কোটি মানুষের আবেগ-ভালোবাসা। দেশের প্রথম এই সুড়ঙ্গপথ টানেল প্রকল্পের উদ্বোধন স্মরণীয় করে রাখতে যুক্ত হয়েছেন শিল্পীরাও। টানেলকে নিয়ে তৈরি হয়েছে শ্রুতিমধুর এক থিম সং (অফিসিয়াল গান)। যে গানটি বাজানো হবে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে। এ ছাড়াও প্রচারিত হবে বিটিভিতে।

গানটির শিরোনাম ‘বাংলার মুকুটে যোগ হলো আরও এক রঙিন পালক’। বাংলাদেশ টেলিভিশনের উদ্যোগে থিম সংগীতটির কথা লিখেছেন প্রকৌশলী ড. আবদুল্লাহ আল মামুন। পেশাগত জীবনে অস্ট্রেলিয়াপ্রবাসী এই প্রকৌশলী গীতিকার হিসেবে সুপরিচিত। ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’সহ কালজয়ী বিভিন্ন গান রচিত হয়েছে তার হাতে।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন চট্টগ্রামেরই সন্তান কণ্ঠশিল্পী শাহরিয়ার খালেদ। সুর সাজানোর পাশাপাশি গানটিতে তিনিও কণ্ঠ দিয়েছেন। এ গানে আরও কণ্ঠ দিয়েছেন শিল্পী অনুপমা মুক্তি, ডা. শর্মিলা বড়ুয়া, সাব্বির জামান ও গৌরী দাশ। গানটি প্রযোজনা করেছেন বিটিভির নির্বাহী প্রযোজক ইলন সফির।

গানের কথাগুলো এমন- বাংলার মুকুটে যোগ হলো আরও এক রঙিন পালক/ বাংলাদেশের প্রথম সুড়ঙ্গপথ/ কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু টানেল/ গর্বিত বাঙালি তাই আনন্দে উদ্বেল/ হৃদয়ে সবার বঙ্গবন্ধু টানেল/ টানেলের বুক ছিঁড়ে বেরোবে আলোর ঝর্ণাধারা/ চাটগাঁ সাজবে নতুন সাজে/ বদলে যাবে মানুষের জীবনধারা/ গর্বিত বাঙালি তাই আনন্দে উদ্বেল/ হৃদয়ে সবার বঙ্গবন্ধু টানেল/ চাটগাঁ হবে নতুন সাংহাই/ ওয়ান সিটি টু টাউন/ খুলবে সম্ভাবনার দ্বার/ উন্নয়নে এগিয়ে যাবে কর্ণফুলীর এপার ওপার/ গর্বিত বাঙালি তাই আনন্দে উদ্বেল/ হৃদয়ে সবার বঙ্গবন্ধু টানেল/ বঙ্গবন্ধু তুমি নেই চিরজীবী তোমার স্বপ্ন/ হোক শত ষড়যন্ত্র/ শেখ হাসিনা করেছেন সেই স্বপ্নপূরণ, বুকে তার দেশপ্রেমের মন্ত্র/ গর্বিত বাঙালি তাই আনন্দে উদ্বেল/ হৃদয়ে সবার বঙ্গবন্ধু টানেল।

বঙ্গবন্ধু টানেলের গানটির সুরকার ও কণ্ঠশিল্পী শাহরিয়ার খালেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হবে। টানেলকে ঘিরে থিম সংটি করা হয়েছে। চট্টগ্রামের টানেল এলাকা এবং বাংলাদেশ টেলিভিশন এলাকায় গানটি শুটিং করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের থিম সংটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
আবুল হায়াতের নাট্যরূপে তৌকীর আহমেদ
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
বিটিভির বৈশাখী আয়োজন সাজলো যেভাবে
সর্বশেষ খবর
কালীগঞ্জে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে
কালীগঞ্জে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতে সমাধান হয়নি, যমুনার সামনে বিক্ষোভ অব্যাহত
রাতে সমাধান হয়নি, যমুনার সামনে বিক্ষোভ অব্যাহত
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ