X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

কুমিল্লায় ব্যবসায়ী হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৩, ১৭:৩৫আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৭:৩৫

কুমিল্লার বরুড়া উপজেলায় এক ফার্নিচার ব্যবসায়ীকে হত্যার দায়ে দুই ভাইসহ চার জনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের ২৫ বছর পর সোমবার (২৭ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রোজিনা খান এ রায় দেন। এ সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—বরুড়া উপজেলার পরানপুর গ্রামের আবু ইউছুফ, তার ভাই বনি আমিন, ভাতিজা সোলায়মান ও শ্যালক আব্দুল হক। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রজ্জবী বিবি দণ্ডপ্রাপ্ত ইউসুফের বড় বোন। রায়ে মামলার ১১ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ১৯৯৮ সালের ২১ মে সকালে আসামিদের সঙ্গে ফার্নিচার ব্যবসায়ী মো. শহীদ উল্লাহর কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে ওই দিন রাত সাড়ে ৮টার দিকে আসামিরা শহীদ উল্লাহকে পরানপুর বাজারের পশ্চিম পাশে ডেকে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ঘটনার পরদিন নিহতের ছোট ভাই আমান উল্লাহ বাদী হয়ে ১৬ জনকে আসামি করে বরুড়া থানায় হত্যা মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা বরুড়া থানার এসআই সৈয়দুল ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। সোমবার পাঁচ জনকে দোষী সাব্যস্ত করে রায় দেন বিচারক।

আসামিপক্ষের আইনজীবী আ. মমিন ফেরদৌস বলেন, ‘এই রায়ের কপি হাতে পেলে হাইকোর্টে আপিল করা হবে।’

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) নূরুল ইসলাম বলেন, ‘আশা করছি হাইকোর্টেও এই রায় বহাল থাকবে। সেইসঙ্গে আসামিদের দণ্ড দ্রুত কার্যকর হবে।’

/এএম/
সম্পর্কিত
মোটরসাইকেল চালককে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন
‘মিজু গ্যাংয়ের’ মূলহোতাসহ ১১ জন গ্রেফতারমিজানুর থেকে ‘মিজু গ্যাং’, টেলিগ্রামে চাঁদাবাজি-ছিনতাইয়ের পরিকল্পনা
সড়কের পাশের গাছ কাটায় বিএনপি নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৬ মে, ২০২৪)
রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন
রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন
ছয় মিনিটের অভিবাদন, নিয়ম ভাঙলেন এই নায়ক
কান উৎসব ২০২৪ছয় মিনিটের অভিবাদন, নিয়ম ভাঙলেন এই নায়ক
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত