X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

স্বামীর দেওয়া আগুনে দগ্ধ দুই সন্তানের পর চলে গেলেন গৃহবধূ মুন্নিও

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৩, ২২:৫৪আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ২২:৫৪

দুই শিশুসন্তানের পর লক্ষ্মীপুরের সদর উপজেলার বশিকপুর গ্রামে বসতঘরে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূ সুমাইয়া আক্তার মুন্নিও চলে গেলেন। শনিবার (২ ডিসেম্বর) দুপুরের দিকে ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সন্ধ্যায় বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম।

তিনি জানান, গত ২৮ নভেম্বর ভোরে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের চতল্লা বাড়ির অটোরিকশাচালক মাদকাসক্ত কামাল হোসেন তার বসতঘরে আগুন দেয়। এতে স্ত্রী ও দুই সন্তান দগ্ধ হয়। ঘটনার রাতে মৃত্যু হয় সাত বছর বয়সী শিশুকন্যা আয়েশা আক্তার মুনতাহার। পরদিন মারা যায় শিশুপুত্র আবদুর রহমান মুনতাসির।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেফতার করে। পরে দায় স্বীকার করে ওই দিন বিকালে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। ঘটনার দুই দিন পর সুমাইয়া আক্তার মুন্নির বাবা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় কামাল হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুজনকে আসামি করে মামলা করেন।

বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ‘কামাল হোসেনের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে একটি সেমিপাকা টিনশেড ঘরে থাকতেন তিনি। গভীর রাতে স্ত্রী এবং দুই সন্তান ঘুমিয়ে গেলে কামাল ঘরের বাইরে এসে দরজা বন্ধ করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তার মেয়ে আয়েশা আক্তার মারা যায়। স্ত্রী সুমাইয়া ও শিশুপুত্র আবদুর রহমানকে প্রথমে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ইউনিয়ন পরিষদের অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে পাঠানো হয়। ওই দিন দুপুরের দিকে শিশু আবদুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আজ দুপুরে তাদের মা সুমাইয়া আক্তারও মারা যান।’

ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘মরদেহ এখনও নিয়ে আসা হয়নি। শুনেছি ওই হাসপাতালেই তার ময়নাতদন্ত হবে। এরপর গ্রামের বাড়িতে জানাজা হবে। সুমাইয়ার বাবার বাড়ি সদর উপজেলার মান্দারীতে।’

পোদ্দার বাজার পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনার দুই দিন পর ৩০ নভেম্বর সুমাইয়ার বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে তার জামাতা কামাল হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুই জনের নামে হত্যা মামলা করেছেন। ওই মামলায় কামাল এখন কারাগারে আছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
হাতিরঝিলে বিশেষ অভিযানে গ্রেফতার ১১
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী ‘শুটার’ বিপু গ্রেফতার
প্রাইভেটকারে গুলি করে দুজনকে হত্যা: সাজ্জাদের সহযোগী অস্ত্রসহ গ্রেফতার
সর্বশেষ খবর
নাটকীয় ড্রয়ে বায়ার্নের শিরোপার অপেক্ষা বাড়লো লাইপজিগ
নাটকীয় ড্রয়ে বায়ার্নের শিরোপার অপেক্ষা বাড়লো লাইপজিগ
পল্টনে সাব্বির টাওয়ারে আগুন
পল্টনে সাব্বির টাওয়ারে আগুন
‘কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখতে আইএমএফ ছাড়ার চিন্তা সরকারের’
‘কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখতে আইএমএফ ছাড়ার চিন্তা সরকারের’
কুড়িগ্রামে জামায়াতের রুকনসহ দুই জন বহিষ্কার
কুড়িগ্রামে জামায়াতের রুকনসহ দুই জন বহিষ্কার
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার