X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশি অটোরিকশায় পড়ার অ‌ভি‌যোগ

বান্দরবান প্রতি‌নি‌ধি
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৮

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের ঘুমধুম তুমব্রু এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলি উত্তরপাড়া এলাকার রাস্তায় একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় পড়ার অ‌ভি‌যোগ উঠে‌ছে। এতে গাড়ির সামনের গ্লাস সামান‌্য ফেটে গেলেও কোনও হাতাহতের ঘটনা ঘটেনি বলে জানান স্থানীয় বাসিন্দারা।

শনিবার (৩ ‌ফেব্রুয়ারি) বিকা‌লে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গত কিছুদিন শান্ত থাকলেও শনিবার মিয়ানমার সীমান্তে আবা‌রও মর্টারশেল ও গোলা বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া গে‌ছে। এদিন বিকা‌লে মিয়ানমার থেকে এক‌টি ছোড়া গুলি এসে পড়ে উত্তরপাড়ার রাস্তায় চলন্ত অবস্থায় একটি অটোরিকশায়। এতে গাড়ির সাম‌নের গ্লাসে সামান‌্য ফাটল দেখা দি‌য়ে‌ছে। এতে সীমান্তবর্তী এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ‘মিয়ানমার থেকে ছোড়া গুলি উত্তরপাড়ার রাস্তায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় এসে পড়ার খবর শু‌নে‌ছি। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় দুই মাস ধরে ওপারে গোলাগুলির শব্দ পাওয়া যা‌চ্ছে। তবে বুধবার থে‌কে বিস্ফোরণের শব্দ শোনা না গেলেও শনিবার সকাল থেকে আবারও গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে।’ এ অবস্থায় সীমান্তবাসীরা ফের আতঙ্কে রয়েছে বলেও জানান তিনি।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, ‘শনিবার সকাল থেকে ওপারে আবারও বিস্ফোরণের শব্দের খবর শুনেছি। সীমান্তে পরিস্থিতি অবনতি হলে ঝুঁকিতে থাকা জনসাধারণকে সরিয়ে নেওয়ার হবে।’ তবে সীমান্ত এলাকায় বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী ক‌ঠোর নজরদারি করছে বলেও জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
মানবিক করিডোর নিয়ে কোনও আলোচনা হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
‘মানবিক করিডর’ বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ
ভারতের হাতে পাক রেঞ্জার গ্রেফতার, নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন
সর্বশেষ খবর
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
আজিজ খানের এক প্রতিষ্ঠানের ৪১ লাখ ডলার মূল্যের শেয়ার অবরুদ্ধ
আজিজ খানের এক প্রতিষ্ঠানের ৪১ লাখ ডলার মূল্যের শেয়ার অবরুদ্ধ
ব্যাটারিচালিত অটোরিকশার যন্ত্রাংশ আমদানি বন্ধে ৭ দিনের আলটিমেটাম
ব্যাটারিচালিত অটোরিকশার যন্ত্রাংশ আমদানি বন্ধে ৭ দিনের আলটিমেটাম
এনায়েত উল্ল্যাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্ল্যাহর ১৯০টি যানবাহন জব্দ
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?