X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামে গ্যাসের প্রি-পেইড মিটার ভাড়া দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৭

বন্দর নগরী চট্টগ্রামে আবাসিক গ্যাস গ্রাহকদের প্রি-পেইড মিটার ভাড়া দ্বিগুণ করা হয়েছে। আগে প্রি-পেইড মিটার ভাড়া ১০০ টাকা করে কেটে নেওয়া হলেও ১ জানুয়ারি থেকে নেওয়া হচ্ছে ২০০ টাকা করে। তবে মিটার ভাড়া দ্বিগুণ করা হলেও চট্টগ্রামে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) পূর্ব ঘোষণা দেয়নি এমন অভিযোগ গ্রাহকদের।

নগরীর বহদ্দারহাট এলাকার বাসিন্দা মো. হানিফ চৌধুরী নামে এক গ্রাহক জানান, গত কয়েক মাস ধরে চট্টগ্রামে গ্যাস সংকট লেগেই আছে। দিনের অধিকাংশ সময় গ্যাস পাওয়া যায় না। কোনও প্রাকৃতিক দুর্যোগ হলেও চট্টগ্রামে গ্যাস সংযোগ বন্ধ থাকে। এ সংকটের মধ্যে জানুয়ারি থেকে গ্যাসের প্রি-পেইড মিটার ভাড়া দ্বিগুণ করা হয়েছে। মিটার ভাড়া দ্বিগুণ করার কোনও যৌক্তিকতা নেই। তাও আবার আগাম ঘোষণা না দিয়ে বৃদ্ধি করা হয়েছে।

এ প্রসঙ্গে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. নাহিদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, গত জানুয়ারি থেকে চট্টগ্রামে গ্যাসের প্রি-পেইড মিটার ভাড়া ১০০ টাকার স্থলে ২০০ টাকা করে কাটা হচ্ছে। চট্টগ্রামে বর্তমানে ৬০ হাজার আবাসিক গ্রাহকের কাছে প্রি-পেইড মিটার আছে। নতুন করে আরও এক লাখ প্রি-পেইড মিটার লাগানোর কাজ চলমান আছে। নতুন এ প্রকল্পের অধীনে নগরীর হালিশহর এলাকায় ইতিমধ্যে এক হাজার ২০০টি প্রি-পেইড মিটার লাগানো হয়েছে। বাকিগুলোর কাজ চলমান আছে।

কেজিডিসিএল সূত্র জানিয়েছে, কর্ণফুলী গ্যাসের আবাসিকে গ্যাসের চুলা আছে পাঁচ লাখ ৯৭ হাজার ৫৬১টি। এর মধ্যে জাইকার অর্থায়নে ন্যাচারাল গ্যাস এফিসিয়েন্সি প্রজেক্টের মাধ্যমে ৬০ হাজার গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় আনে কেজিডিসিএল। ২৪৭ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ২০১৫ সালে হাতে নেওয়া এ প্রকল্পের কাজ শেষ হয় ২০১৯ সালে। মিটার ভাড়া বাবদ ২০০ টাকা করে নিলে প্রতি মাসে ৬০ হাজার গ্রাহকের কাছ থেকে কাটা হবে এক কোটি ২০ লাখ টাকা করে।

এদিকে, আবাসিক গ্রাহকদের জন্য প্রি-পেইড মিটার স্থাপন প্রকল্প শিরোনামে ২০২১-এর ফেব্রুয়ারিতে এক লাখ মিটার স্থাপনের জন্য দ্বিতীয় ধাপে প্রকল্প হাতে নেয় কেজিডিসিএল। প্রকল্পটির বাস্তবায়নে প্রথমে মেয়াদ ধরা হয়েছিল ২০২৩ সালের জুন পর্যন্ত। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৯১ কোটি ৪৯ লাখ টাকা। পাশাপাশি সময় বেড়ে হয়েছে ২০২৫ সালের জুন পর্যন্ত।

কেজিডিসিএলের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) প্রকৌশলী অনুপম দত্ত বলেন, প্রি-পেইড মিটার ভাড়া ২০০ টাকা হারে নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে। মিটার ভাড়া বাড়ানোর বিষয়ে কেজিডিসিএলের অফিসে একটি নোটিশ টানানো হয়েছিল।

কেজিডিসিএল সূত্র জানিয়েছে, চট্টগ্রামে অন্তত ৪০০ মিলিয়ন ঘনফুট বেশি গ্যাসের চাহিদা আছে। এর মধ্যে গ্যাস মিলছে মাত্র ২২০ থেকে ২৬০ মিলিয়ন ঘনফুট। চট্টগ্রামে বেশ কয়েক বছর ধরে আবাসিকে গ্যাসের সংযোগ বন্ধ রয়েছে। পর্যাপ্ত গ্যাস মিলছে না শিল্প-কারখানায়।

/এফআর/
সম্পর্কিত
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ শিশুর ১৩ দিন পর মৃত্যু
লাফার্জহোলসিমের সঙ্গে গ্যাস বিক্রির চুক্তি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক