X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২
বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা

আন্দোলন ঠেকাতে বিএনপির একটি পক্ষকে খবর দেন অধ্যক্ষ, অভিযোগ শিক্ষার্থীদের

চাঁদপুর প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৪, ২১:৫১আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ২১:৫১

চাঁদপুরের ফরিদগঞ্জ গল্লাক কলেজের অধ্যক্ষ হরিপদ দাসের পদত্যাগ দাবিতে আন্দোলনরত বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাত জন শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে ওই কলেজ ক্যাম্পাসে শ্রেণি পাঠদান ও পরীক্ষা চলাকালীন সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলো শিক্ষার্থী কামরুল হাসান (১৮), শাহরিয়ার নাফিস (১৭), ফাহিম (১৯), মো. রিফাত মাহমুদ, রাকিব, নাঈম ও ফরহাদ। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাসের বিরুদ্ধে নানা অভিযোগে কলেজে মিছিল, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। অবস্থা বেগতিক দেখে তিনি তিন মাস কলেজে আসেননি। পরে স্থানীয় বিএনপির একটি পক্ষ তাকে সপ্তাহখানেক আগে কলেজে আসতে সহায়তা করেন। এরপর থেকেই বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও স্থানীয় বিএনপির ওই পক্ষের মাঝে দ্বন্দ্বের শুরু হয়।

সর্বশেষ আজ মঙ্গলবার দুপুরে ওই অধ্যক্ষের পদত্যাগ চেয়ে কলেজ প্রাঙ্গণে অবস্থান নিয়ে মিছিল করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এ সময় কলেজ অধ্যক্ষ বিএনপির ওই পক্ষকে খবর দেয়। বিষয়টি জানার পর আরও উত্তেজিত হয়ে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেয়।

একপর্যায়ে ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল মজুমদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়েজ মিজির নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে কলেজে এসে আন্দোলনরত বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাত জন আহত হয়। তারা বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ হরিপদ দাস বলেন, ‘কলেজ শিক্ষার্থী ও এলাকার লোকজন আমাকে কলেজ পরিচালনায় সহযোগিতা করছেন। কিন্তু আজ কয়েকজন যুবক এসে আমাকে নানাভাবে প্রশ্ন করার একপর্যায়ে হেনস্তার চেষ্টা করে। আমার মোবাইল ফোন নিয়ে যায় তারা। পরে গেটে তালা লাগিয়ে দেয়।’

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সরকার জানান, অধ্যক্ষের পদত্যাগ চেয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
খাল খনন বিএনপির রাজনীতির অন্যতম পিলার: আমির খসরু
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান
খালেদা জিয়া সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’