X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

সংস্কারের জন্য প্রয়োজনীয় সময়ের একদিনও বেশি থাকতে চাই না: মৎস্য উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
১৭ নভেম্বর ২০২৪, ২০:৩৭আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ২০:৩৭

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে গঠিত সরকার। কাজেই এটা নিয়ে আমরা হেলাফেলা করতে পারি না। সংস্কার বিলম্ব হওয়ার কোনও কারণ নেই, প্রয়োজনীয় সময়টুকুই নেওয়া হবে। এই সময়টুকুকে কেউ যদি বিলম্ব মনে করেন, সেটা অন্য বিষয়। আমরা সংস্কারের জন্য প্রয়োজনীয় সময়ের একদিনও বেশি থাকতে চাই না।’ 

রবিবার (১৭ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ‘মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্প আন্তঃস্কুল বিজ্ঞান উৎসব’ শীর্ষক মেলা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন‌ তিনি। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও উন্নয়ন সংস্থা এআরডির যৌথ উদ্যোগে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

নির্বাচন কবে হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‌‘আমাদের কিছু দায়িত্ব আছে। আগামীতে যেন একটা ভালো সরকার গঠিত হয় সেরকম পরিবেশ তৈরির জন্য কিছু সংস্কারকাজ চলছে। আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, ততটুকু সংস্কার শেষে নির্বাচন হবে। এই সংস্কারের জন্য প্রয়োজনীয় সময়ের একদিনও বেশি থাকতে চাই না‌ আমরা।’

সংস্কার শেষ হতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘আগামী ডিসেম্বর মাস পার হতে দেন। এর মধ্যে অনেকগুলো সংস্কার কমিশনের প্রতিবেদন আসবে। ওসব প্রতিবেদনের আলোকে আমরা বুঝতে পারবো, ঠিক কতদিন সময় লাগতে পারে।’

তিনি বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের পর যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, এটি যেন আগের অবস্থায় ফিরে না যায়। আগে যে অন্যায়, অত্যাচার, অনিয়ম-দুর্নীতি ছিল, সেগুলো যাতে ভবিষ্যতে না হয়; সেই পথ তৈরি করছি আমরা। তবে আমরা এটাও নিশ্চিত যে, পুরোটা ঠিক করতে হয়তো পারবো না। তবে এর মধ্য দিয়ে আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে, তাতে জন-আকাঙ্ক্ষা পূরণ নিশ্চিত হবে বলে আশা করছি।’

এআরডির প্রধান উপদেষ্টা সিদ্দিকুর রহমান রেজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান ও এআইইউবির অধ্যাপক তৌফিকুল ইসলাম প্রমুখ।

এর আগে মেলার উদ্বোধন শেষে অতিথিদের নিয়ে স্টলগুলো পরিদর্শন করেন মৎস্য উপদেষ্টা। মেলায় সদর উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব থেকে ৩০টি স্টল দেওয়া হয়। এতে নিজেদের উদ্ভাবিত প্রকল্পগুলো প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

/এএম/
সম্পর্কিত
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
৩০ কর্মদিবসের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ
মার্চ টু যমুনা কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থান পুলিশের
সর্বশেষ খবর
চোর সন্দেহে পিটুনিতে যুবককে হত্যার অভিযোগ
চোর সন্দেহে পিটুনিতে যুবককে হত্যার অভিযোগ
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
কুড়িগ্রামে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার
কুড়িগ্রামে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার
লা লিগায় দ্রুততম হ্যাটট্রিকে সরলথের ইতিহাস
লা লিগায় দ্রুততম হ্যাটট্রিকে সরলথের ইতিহাস
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ