X
সোমবার, ২৪ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১

অবশেষে চট্টগ্রাম সিটি করপোরেশনের সেই প্রকৌশলীকে চাকরি থেকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ ডিসেম্বর ২০২৪, ১৯:০১আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৯:০১

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাতের বেলা চট্টগ্রাম নগরে সড়কবাতি নিভিয়ে রাখার ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের আলোচিত প্রকৌশলী ঝুলন কুমার দাসকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। 

অপসারণের বিষয়টি মঙ্গলবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা কাম প্রটোকল কর্মকর্তা আজিজ আহমেদ বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

গত ১৫ ডিসেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদত হোসেন স্বাক্ষরিত এক আদেশে ঝুলন কুমার দাসকে অপসারণ করা হয়। তবে বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে।

অফিস আদেশে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের বিদ্যুৎ উপ-বিভাগের নির্বাহী প্রকৌশলী (সাময়িক বরখাস্ত) ঝুলন কুমার দাসকে সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯, এর ৬৪(২) ধারার প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন নগদে প্রাপ্য হবেন। এ আদেশ ১৫ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।

তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বদলির মাত্র আড়াই মাসের মাথায় তাকে নিয়োগকারী সংস্থা চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) ফিরিয়ে আনা হয়েছে।

চসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাস গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বেও ছিলেন। গত ১৪ আগস্ট তার বিরুদ্ধে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

তারা জানান, গত ৩ থেকে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঝুলন কুমার দাসের নির্দেশে সড়কবাতি বন্ধ রাখা হয়। এতে রাতের অন্ধকারে তাদের ওপর নির্মম নির্যাতন চালানোর পাশাপাশি গুলিবর্ষণও হয়। মৃত্যুর ঘটনাও ঘটে। এ জন্য তাকে বরখাস্তের দাবি জানান তারা।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ওই দিনই ঝুলনকে সাময়িক বরখাস্তের পাশাপাশি তিন সদস্যের তদন্ত কমিটি করে চসিক। তবে তদন্ত প্রতিবেদন পাওয়ার আগেই গত ২৬ সেপ্টেম্বর তাকে রংপুর সিটি করপোরেশনে বদলি করে স্থানীয় সরকার বিভাগ। সবশেষ গত ৮ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ অপর এক আদেশে তাকে ফের চসিকে বদলি করেছে। ওই চিঠিতে বলা হয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ঝুলনের বিরুদ্ধে বিধি অনুযায়ী পদক্ষেপ নেবে চসিক। 

/এফআর/
সম্পর্কিত
ডিআইজি মোল্যা নজরুল ও এসপি আব্দুল মান্নান সাময়িক বরখাস্ত
মেট্রোরেলের স্টাফ লাঞ্ছিতের ঘটনায় জড়িত পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
পাসপোর্টের সেই তৌফিকুল ইসলাম বরখাস্ত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র
সেনাবাহিনী সম্পর্কে এমন বক্তব্য দেওয়া ঠিক হবে না: জোনায়েদ সাকি
সেনাবাহিনী সম্পর্কে এমন বক্তব্য দেওয়া ঠিক হবে না: জোনায়েদ সাকি
যশোরে বিএনপির ৫ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
যশোরে বিএনপির ৫ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
মুক্তারপুর হাটে প্রতিদিন আড়াই কোটি টাকার তরমুজ বিক্রি
মুক্তারপুর হাটে প্রতিদিন আড়াই কোটি টাকার তরমুজ বিক্রি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী আন্দোলন সিলেটের আহ্বায়ক গ্রেফতার
বৈষম্যবিরোধী আন্দোলন সিলেটের আহ্বায়ক গ্রেফতার
দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ব্যাংক বন্ধ হলে আমানতকারী ফেরত পাবেন সর্বোচ্চ ২ লাখ টাকা
ব্যাংক বন্ধ হলে আমানতকারী ফেরত পাবেন সর্বোচ্চ ২ লাখ টাকা
কুড়িগ্রাম থেকে সাঁতরে চাঁদপুর, লক্ষ্য বঙ্গোপসাগর ছোঁয়া
কুড়িগ্রাম থেকে সাঁতরে চাঁদপুর, লক্ষ্য বঙ্গোপসাগর ছোঁয়া
স্বাস্থ্য অধিদফতরের সেই মালেকের ১৩ বছরের কারাদণ্ড
স্বাস্থ্য অধিদফতরের সেই মালেকের ১৩ বছরের কারাদণ্ড