X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

সৈকতে আলোর ঝলকানিতে লাখো পর্যটকের বর্ষবরণ, নিষেধাজ্ঞা মানেনি কেউ

কক্সবাজার প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৫, ০৮:৪৯আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৯:২৪

রাত যখন ১২টা ১ মিনিট, তখন কক্সবাজার সমুদ্রসৈকতে শুরু হয় আলোর ঝলকানি। প্রশাসনিকভাবে নিষেধাজ্ঞা থাকলেও তা মানেনি কেউ। আতশবাজি ও ফানুস উড়িয়ে পালিত হয়েছে বর্ষবরণ। মুহুর্মুহু আতশবাজির শব্দে প্রকম্পিত পুরো শহর। বরণ করে নিলো নতুন বছর ২০২৫ সালকে। উন্মুক্ত স্থানে কোনও বর্ষবরণ অনুষ্ঠান না হলেও তারকামানের হোটেলগুলোতে হয়েছে জমকালো অনুষ্ঠান।

থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে ঘিরে সৈকতসহ হোটেল-মোটেলগুলোতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা।

থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে সৈকতের বালিয়াড়িতে ছিল না কোনও আয়োজন। সন্ধ্যার পর থেকে অনেকটা নীরব ছিল সাগরতীর। কিন্তু রাত ১১টা পার না হতেই সৈকতে দলে দলে জমায়েত হতে শুরু করেন পর্যটকরা। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় দর্শনার্থীরা। রাত সাড়ে ১১টা বাজতে না বাজতেই সৈকতে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে।

খুলনা থেকে আসা পর্যটক রাহেলা বৃষ্টি জানান, সৈকতে এমন আলোর ঝলকানি দেখার জন্য আসা। এখন খুব ভালো লাগছে, আতশবাজির ঝলকানিতে নতুন বছরকে বরণ করতে পারলাম।

ঢাকা রাজধানী থেকে আসা পর্যটক দম্পতি মিনহাজ ও সুমি জানান, প্রতিবছর বর্ষবরণ অনুষ্ঠানে তারা কক্সবাজারকে বেছে নেন। এবারও তা ব্যতিক্রম হয়নি। নিষেধাজ্ঞার মধ্যেও ভালো অনুষ্ঠান হয়েছে কক্সবাজারে।

সমুদ্রসৈকতে লাখো মানুষের সমাগম

এদিকে, জমজমাট ইনডোর প্রোগ্রামে বর্ষবরণ করেছে তারকা হোটেলগুলো। বিশেষ করে গানে গানে পর্যটকদের মাতিয়ে রাখে তারকাশিল্পী ইমরান, পড়শী ও কর্ণিয়া। গভীর রাত পর্যন্ত আনন্দ আর নেচে-গেয়ে নতুন বছরকে স্বাগত জানান হোটেলে অবস্থান করা অসংখ্য পর্যটক। আনন্দের মধ্য দিয়ে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারায় দারুণ খুশি ভ্রমণপিপাসুরা।

কক্সবাজারে অন্যতম তারকামানের হোটেল সায়মন বিচ রিসোর্টের গেস্ট রিলেশন অফিসার সোমাইয়া আকতার রাবু জানান, হোটেল ইনডোরে অতিথিদের জন্য জমকালো অনুষ্ঠান হয়েছে। বর্ষবরণ অনুষ্ঠানে দেশের নামকরা শিল্পীরা মাতিয়েছে পুরো অনুষ্ঠান।

নতুন বছর উদ্‌যাপনকে ঘিরে সৈকত থেকে শুরু করে হোটেল-মোটেল জোন ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছিল নিরাপত্তার ছাদরে ঘেরা। প্রতিটি পয়েন্টে নিয়োজিত ছিল ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানিয়েছেন, নিশ্ছিদ্র নিরাপত্তাবলয়ের মধ্য দিয়ে পর্যটকরা থার্টি ফাস্ট নাইট উদযাপন করেছে। কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মো. রহমত উল্লাহ জানিয়েছেন, কক্সবাজারের সমুদ্রসৈকত ছাড়াও জেলার প্রত্যেকটি পর্যটন স্পটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। এ কারণে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

/কেএইচটি/
সম্পর্কিত
নববর্ষের অনুষ্ঠানে শহীদ মুগ্ধের স্মরণে ১০ হাজার বোতল পানি বিতরণ
বর্ষবরণের অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর: হয়নি মামলা, আটকদের ছেড়ে দিয়েছে পুলিশ
ব্যতিক্রমধর্মী ড্রোন শোতে ঝলমলে ঢাকার আকাশ
সর্বশেষ খবর
মহানির্বাণ
মহানির্বাণ
ভারত-পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার মেঘ
ভারত-পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার মেঘ
কক্সবাজার পৌর এলাকা থেকে দৈনিক ৩৪ টন প্লাস্টিক বর্জ্য সাগরে পড়ছে
কক্সবাজার পৌর এলাকা থেকে দৈনিক ৩৪ টন প্লাস্টিক বর্জ্য সাগরে পড়ছে
ভারতের হামলায় নিহত বেড়ে ৩১, পাল্টা জবাবের প্রস্তুতির বার্তা পাকিস্তানের
ভারতের হামলায় নিহত বেড়ে ৩১, পাল্টা জবাবের প্রস্তুতির বার্তা পাকিস্তানের
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’