X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ট্রাম্প-মোদির বৈঠক আ.লীগ নেতাকর্মীদের জন্য স্বস্তির বলা সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৬

অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা ফেসবুকে পোস্ট করেন ‘সময় খুবই সন্নিকটে’। এর পাঁচ দিনের মাথায় ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল। এ ছাড়া আরেক পোস্টে ট্রাম্প-মোদির বৈঠককে আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য স্বস্তির বলেও উল্লেখ করেন তিনি।

রুবেলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দুজনকে হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস।

তিনি বলেন, ‘সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে রুবেলকে তার নিজ বাড়ি দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাহ্মণখারা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গত বছরের ৪ ও ৫ আগস্ট দেবিদ্বার নিউমার্কেট সদরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাসচালক আব্দুর রাজ্জাক রুবেল ও দশম শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন হত্যায় স্বজনদের করা পৃথক তিনটি মামলায় আসামি তিনি। এ ছাড়াও আরও পৃথক কয়েকটি হত্যাচেষ্টা মামলা রয়েছে তার বিরুদ্ধে। শেখ হাসিনার পতনের পর দীর্ঘদিন পলাতক ছিলেন রুবেল। গোপনে বাড়িতে আসেন গতকাল সোমবার দিবাগত রাতে। খবর পায় পুলিশ। পরে দেবিদ্বার থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই রাতেই তাকে গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হত্যা মামলার আসামি হওয়ার পরেও রুবেল সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন। গত ১৩ ফেব্রুয়ারি তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেন ‘সময় খুবই সন্নিকটে’। এ সময় তার নেতাকর্মীরা মন্তব্যের ঘরে ‘ইনশাআল্লাহ, প্রস্তুত আছি’, ‘জয় বাংলা’ ইত্যাদি মন্তব্য করেন।

কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎকার শেয়ার করে তিনি পোস্ট করেন, কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ থেকে স্বস্তির নিশ্বাস ফেলবে। এ ছাড়া বিভিন্ন সময় ভুল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ আছে তার বিরুদ্ধে।

ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘গ্রেফতারের পর নিরাপত্তাজনিত কারণে আসামি রুবেলকে ডিবি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পারভেজ হত্যা মামলায় টিনা গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
সর্বশেষ খবর
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
পারভেজ হত্যা মামলায় টিনা গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন
পারভেজ হত্যা মামলায় টিনা গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন
চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই আহত
চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই আহত
পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে: শেবাগ
পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে: শেবাগ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ