X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

ছুরিকাঘাতে যুবককে হত্যা, মাইকে ঘোষণা দিয়ে আসামিদের বাড়ি পুড়িয়ে দিলেন স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ মার্চ ২০২৫, ১২:৫৯আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১২:৫৯

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছুরিকাঘাতে মোহাম্মদ মানিক (৩২) নামের এক যুবক নিহতের ঘটনায় জড়িতদের বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। 

মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নে অবস্থিত রাসেল ও নয়ন নামে দুই জনের পাশাপাশি অবস্থিত বসতঘর ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর জানাজা নামাজ শেষে মাইকে ঘোষণা দিয়ে মোহাম্মদ মানিক (৩২) খুনের ঘটনায় জড়িত আসামি রাসেল (৩৬), নয়নের (৩২) বসতঘর ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন বিক্ষুব্ধ লোকজন।

আগুন লাগার বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইউছুফ বাংলা ট্রিবিউনকে বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের ফোর্স ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার ৭টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের টিম কাজ শুরু করে। রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পাশাপাশি দুটি বসতঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ২ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

আনোয়ারা থানার ওসি মনির হোসেন বলেন, পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে মোহাম্মদ মানিককে ছুরিকাঘাতে খুন করা হয় বলে স্বজনরা জানিয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে নিহতের বড় ভাই বাবু প্রকাশ বাবুল (৩৮) বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় একই ইউনিয়নের বাসিন্দা রাসেল, নয়নসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

ওসি বলেন, নিহত মানিকের নামাজে জানাজার পর স্থানীয় বিক্ষুব্ধ লোকজন আসামিদের বসতঘর পুড়িয়ে দিয়েছে। পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

উল্লেখ্য, গত সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কৈন্যারা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে রাসেল, নয়নসহ অজ্ঞাত ২/৩ জন স্থানীয় যুবক মোহাম্মদ মানিককে ছুরিকাঘাতে খুন করে।

নিহতের ভাই মোহাম্মদ বাবুল জানান, তার ভাই মানিক স্থানীয় রাসেলের কাছে এক লাখ টাকা পাওনা ছিল। পাওনা টাকা নিয়ে সোমবার রাতে দুই জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে মানিককে ছুরিকাঘাত করে রাসেলসহ অন্যরা। আহত অবস্থায় তাকে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত মানিক পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের সৈয়দের ছেলে।

/এফআর/
সম্পর্কিত
সারা দেশে একদিনে গ্রেফতার ১৬১৭
সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে দুর্নীতির মামলা
নাটোরে যুবকের দুই হাতের কবজি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা 
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা 
পদত্যাগ করেননি উল্লেখ করে কুয়েটের প্রো-ভিসি বললেন, ‘আমার অপরাধটা কী?’
পদত্যাগ করেননি উল্লেখ করে কুয়েটের প্রো-ভিসি বললেন, ‘আমার অপরাধটা কী?’
আড়াইহাজার থানায় ‘টাকা নেওয়া’ আলোচিত সেই ওসি বদলি
আড়াইহাজার থানায় ‘টাকা নেওয়া’ আলোচিত সেই ওসি বদলি
১২ হাজার একর ভূমি ফেরত পাবে বন বিভাগ, বাঁকখালীতে চলবে উচ্ছেদ অভিযান
কক্সবাজারে বললেন দুই উপদেষ্টা১২ হাজার একর ভূমি ফেরত পাবে বন বিভাগ, বাঁকখালীতে চলবে উচ্ছেদ অভিযান
সর্বাধিক পঠিত
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন