X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

নিখোঁজের ২৬ ঘণ্টা পর নদী থেকে মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
২৪ মার্চ ২০২৫, ১০:০৮আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১০:০৮

কুমিল্লার হোমনায় তিতাস নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ছাব্বিশ ঘণ্টা পর ইব্রাহিম খলিল (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রবিবার (২৩ মার্চ) বিকাল 3টায় লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাষানিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আবদুল কাদিরের ছেলে মো. ইব্রাহিম খলিল শনিবার (২২ মার্চ) বেলা ১টায় উপজেলার শ্রীপুর-কৃষ্ণপুর গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া তিতাসের শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। খবর পেয়ে আত্মীয়স্বজন, স্থানীয় লোকজন ও উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে নেমে খোঁজাখুঁজি করেন। এ সময়  কচুরিপানায় ভরপুর নদীটিও পরিষ্কার করে ফেলা হয়। পরে চাঁদপুর নদী ফায়ার স্টেশন অফিসার মো. রকিবুল ইসলামের নেতৃত্বে তিন জন ডুবুরি ওইদিন রাত ৮টা পর্যন্ত নদীর তলদেশ পর্যন্ত খুঁজে ব্যর্থ হন। পরদিন রবিবার সকাল থেকে পুনরায় তিতাস নদীতে তাদের উদ্ধার অভিযান পরিচালনা করেন। অবশেষে বিকাল ৩টায় ডুবে যাওয়ার স্থান থেকে অন্তত ত্রিশ গজ দূরে লাশটি ভেসে উঠতে দেখেন ডুবুরিরা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

চাঁদপুর নদী ফায়ার স্টেশন অফিসার মো. রকিবুল ইসলাম বলেন, ‘আমরা শনিবার রাত ৮টা পর্যন্ত নদীর তলদেশ পর্যন্ত খুঁজেও না পেয়ে রবিবার সকাল থেকে পুনরায় তিতাস নদীর শাখায় উদ্ধার অভিযান পরিচালনা করি। এরমধ্যে বেলা ৩টার দিকে ডুবে যাওয়ার স্থান থেকে অন্তত ত্রিশ গজ দূরে লাশটি ভেসে ওঠে। পরে লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।’

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘তিতাস নদীতে নিখোঁজ ব্যক্তিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে। পোস্টমর্টেমের বিষয়টি পরিবারের ওপর নির্ভর করবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা বলেন, ‘নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার অভিযানে স্থানীয় ফায়ার সার্ভিস এবং পরে চাঁদপুর থেকে ডুবুরি দল আনা হয়। তারা নদীতে অনেক খোঁজাখুঁজির পর লাশ উদ্ধার করতে সক্ষম হয়। নিখোঁজের পর থেকেই তাকে উদ্ধারে আমার নজরদারি ছিল।’

/আরআইজে/
সম্পর্কিত
খাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার লাশ উদ্ধার
খাটের ওপর পড়ে ছিল আইনজীবীর মরদেহ
জঙ্গল থেকে কাঠমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ