X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

দেবিদ্বারকে এনসিপির একক আসন হিসেবে গড়ে তুলবো: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি
২৬ মার্চ ২০২৫, ২১:১৪আপডেট : ২৬ মার্চ ২০২৫, ২১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘গত দেড় দশক ধরে মাদ্রাসাগুলোতে যে পড়াশোনা হয়েছে সেগুলোকে দ্বিতীয় গ্রেডে বিবেচনা করা হতো। আলেম-ওলামাদের সবকিছু থেকে বঞ্চিত করা হয়েছে। জাতীয় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হয়েছে তাদের। তবে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে তৈরি করতে পেরেছি আমরা। দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত থাকার পরও ধৈর্যের পরিচয় দিয়েছি। সাম্প্রদায়িক উসকানি দেওয়া হয়েছে। তবু আমরা সম্প্রীতি বজায় রেখেছি, ভবিষ্যতে এভাবে এগিয়ে যাবো।’

বুধবার (২৬ মার্চ) কুমিল্লার দেবিদ্বারের সুজাত আলী সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতের পরিবার, ফ্যাসিবাদবিরোধী রাজনীতিবিদ, ছাত্র-জনতা, পেশাজীবী, শ্রমজীবী, ওলামায়েকেরাম, বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল এবং হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কুমিল্লায় যতগুলো সংসদীয় আসন আছে, তার মধ্যে দেবিদ্বারকে জাতীয় নাগরিক পার্টির আসন হিসেবে গড়ে তুলতে হবে। আমরা আপনাদের সঙ্গে নিয়ে দেবিদ্বারের আসনটি এনসিপির একক আসন হিসেবে গড়ে তুলবো। গত সাত মাসে দেবিদ্বারের অনেক পরিবর্তন হয়েছে। দীর্ঘ দেড় দশকের চেয়ে অনেক পরিবর্তন করেছি। আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে ন্যায়, সাম্য ও সামাজিক সুবিচারের রাষ্ট্র হিসেবে কায়েম করবো।’ 
 
হাসনাত আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম রামপুর মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা লোকমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, বিএনপির কুমিল্লা উত্তর জেলার সদস্যসচিব এএফএম তারেক মুন্সী, ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ। আলোচনা শেষে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হাসনাত আবদুল্লাহ।

/এএম/
সম্পর্কিত
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
এনসিপি ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের প্রস্তুতি কমিটি গঠিত
সর্বশেষ খবর
ডাকসুর গঠনতন্ত্র সংস্কার: ‘গুরুত্ব পায়নি’ ছাত্র সংগঠনগুলোর প্রস্তাবনা
ডাকসুর গঠনতন্ত্র সংস্কার: ‘গুরুত্ব পায়নি’ ছাত্র সংগঠনগুলোর প্রস্তাবনা
তুরস্কে মে দিবসের মিছিলে পুলিশের বাধা, আটক ৪০৯
তুরস্কে মে দিবসের মিছিলে পুলিশের বাধা, আটক ৪০৯
জনগণ খালেদা জিয়াকে আস্থার প্রতীক মনে করে: শিমুল বিশ্বাস
জনগণ খালেদা জিয়াকে আস্থার প্রতীক মনে করে: শিমুল বিশ্বাস
চালককে মারধরের প্রতিবাদে দিঘীনালা-মারিশ্যা যান চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ
চালককে মারধরের প্রতিবাদে দিঘীনালা-মারিশ্যা যান চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ