মীরসরাইয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ সাইদুল হক সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ মে) রাতে উপজেলার বড়তাকিয়া বাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রবেশমুখে সড়কে প্রাইভেটকার তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়।
সুমন মীরসরাই উপজেলার ৬ নম্বর ইছাখালী ৬ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের আমিনুল হকের ছেলে।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সড়কের প্রবেশমুখে প্রাইভেটকার তল্লাশি করে বুধবার রাতে মোহাম্মদ সাইদুল হক সুমনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’